Shopping cart

TnewsTnews
  • Home
  • ব্যবসা
  • আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গের অভিযোগ খারিজ,হিন্ডেনবার্গকে দেশের কাছে ক্ষমা চাওয়ার দাবি
ব্যবসা

আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গের অভিযোগ খারিজ,হিন্ডেনবার্গকে দেশের কাছে ক্ষমা চাওয়ার দাবি

goutam adani
Email :2

মার্কিন শর্ট সেলার হিন্ডেনবার্গের রিপোর্ট খারিজ করে দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)। তারা জানিয়েছে, গৌতম আদানি (Adani) ও তাঁর সংস্থার বিরুদ্ধে কারচুপি বা অন্য কোনো আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। রিপোর্ট প্রকাশের পরই আদানি (Adani) জানিয়েছে, যারা মিথ্যা প্রচার চালিয়েছে, তাদের দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার উচিত।

সেবির ক্লিনচিট পেয়ে আনন্দিত গৌতম আদানি (Adani) এক বিবৃতিতে বলেন, “বিশদ তদন্তের পর আমাদের বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা সর্বদা স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রেখেছি। এই প্রতারণামূলক প্রচারে যেসব বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমরা সমবেদনা জানাই। যারা আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেছেন, তাদের দেশের কাছে ক্ষমা চাওয়ার উচিত।”

গত বছর জানুয়ারিতে হিন্ডেনবার্গ রিসার্চ একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে দাবি করা হয়, আদানি (Adani) গ্রুপ ভারতীয় বাজারকে নিজেদের স্বার্থে প্রভাবিত করছে এবং সরকারের সঙ্গে যুক্ত হয়ে বড় ধরনের দুর্নীতিতে লিপ্ত। রিপোর্ট প্রকাশ হতেই আদানির শেয়ারের দাম হুমকির মুখে পড়ে। হিন্ডেনবার্গ জানিয়েছিল, আদানি গোষ্ঠী ৮৫ শতাংশ পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে। তবে সেবির তদন্তের পর এই সব অভিযোগ খারিজ করা হয়েছে।

হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পর কংগ্রেসসহ বিরোধী দলগুলো বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র মন্তব্য করেছে। এমনকি মামলাও উঠেছিল সুপ্রিম কোর্টে। সেবির ক্লিনচিটের পর গেরুয়া শিবির পালটা প্রশ্ন তুলেছে, আদানি ও সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ যারা করেছে, তারা কি ক্ষমা চাইবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts