Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • দীপাবলীর আগেই আসছে নতুন জিএসটি! বিমার খরচে মিলতে পারে বিশাল ছাড়
ব্যবসা

দীপাবলীর আগেই আসছে নতুন জিএসটি! বিমার খরচে মিলতে পারে বিশাল ছাড়

gst a
Email :3

সাধারণ মানুষের জন্য বড় সুখবর! স্বাস্থ্য ও জীবন বিমার খরচ এবার অনেকটাই কমতে পারে (GST)। কারণ বিমার প্রিমিয়ামের উপর যে ১৮ শতাংশ জিএসটি বসে, সেটি তুলে দেওয়ার বা কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে বিমা করাতে গেলে গ্রাহকদের আর অতিরিক্ত ট্যাক্স দিতে হবে না, সরাসরি খরচ কমে যাবে (GST)।

বুধবার বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই তথ্য জানান (GST)। তিনি বলেন, ব্যক্তিগত ও পরিবারের স্বাস্থ্যবিমা বা জীবনবিমার প্রিমিয়ামে জিএসটির ছাড় দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে জিএসটি (GST)কাউন্সিলে। মন্ত্রিসভার সব সদস্য এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জিএসটি (GST)কাউন্সিল, যেখানে সব রাজ্যের অর্থমন্ত্রীরা মতামত দেবেন।

প্রসঙ্গত, বহুদিন ধরেই বিমার উপর থেকে জিএসটি কমানোর দাবি উঠছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী—অনেকে এই দাবি তুলেছিলেন। এবার সেই দাবিই গুরুত্ব পেল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে জানিয়েছিলেন, জিএসটির কাঠামোয় বড় পরিবর্তন আনা হবে। সূত্রের খবর, দীপাবলীর মধ্যেই নতুন জিএসটি ঘোষণা হতে পারে। বর্তমানে জিএসটির ৪টি স্ল্যাব আছে—৫%, ১২%, ১৮% এবং ২৮%। এবার সেটিকে ভেঙে শুধু দুটি স্ল্যাব রাখার পরিকল্পনা চলছে—৫% ও ১৮%।

কেন্দ্রীয় অর্থ দফতরের হিসেব অনুযায়ী, ২০২৩-২৪ সালে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে সরকার আয় করেছে প্রায় ৮,২৬২ কোটি টাকা। জীবন বিমা থেকে আয় হয়েছে ১,৪৮৪ কোটি টাকা। তবে জিএসটি কমে গেলে এই আয়ের অঙ্কও কমবে, কিন্তু মানুষের উপর চাপও অনেকটা হালকা হবে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts