অবশেষে কগনিজেন্টের (Cognizant) কর্মীদের মুখে হাসি ফুটল। দীর্ঘ অপেক্ষার পর তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজেন্ট (Cognizant) ঘোষণা করেছে—তাদের কর্মীদের বেতন বাড়ছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৮০ শতাংশ কর্মীর বেতন বৃদ্ধি পাবে, যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
এই বেতন বৃদ্ধি জুনিয়র থেকে সিনিয়র অ্যাসোসিয়েট পদে থাকা কর্মীদের জন্য প্রযোজ্য হবে। সংস্থার ভেতরের সূত্র বলছে, কার বেতন কত বাড়বে তা নির্ভর করবে কর্মীর ব্যক্তিগত পারফরম্যান্সের উপর। যাদের পারফরম্যান্স সবচেয়ে ভালো, তারা পাবেন সবচেয়ে বেশি বেতন বৃদ্ধি । উল্লেখযোগ্যভাবে, চলতি বছর কগনিজেন্ট তাদের অ্যাসোসিয়েটদের গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ বোনাস দিয়েছে।
এর আগেই, গত সপ্তাহে টাটা কনসাল্টেন্সি সার্ভিস (টিসিএস)ও জানিয়েছে, তাদের প্রায় ৮০ শতাংশ কর্মীর বেতন সেপ্টেম্বর থেকেই বাড়বে। সেই বৃদ্ধিও মূলত জুনিয়র থেকে মিড-লেভেল কর্মীদের জন্য প্রযোজ্য।