Shopping cart

TnewsTnews
  • Home
  • ভাইরাল
  • বিবাহিত CEO-এর কনসার্ট কাণ্ড! ক্যামেরায় ধরা পড়তেই মুখ ঢাকলেন—Coldplay কনসার্টে ভাইরাল নাটক
বিনোদন

বিবাহিত CEO-এর কনসার্ট কাণ্ড! ক্যামেরায় ধরা পড়তেই মুখ ঢাকলেন—Coldplay কনসার্টে ভাইরাল নাটক

viral a
Email :2

একটি সাম্প্রতিক Coldplay কনসার্টে যা ঘটেছে, তা এখন গোটা ইন্টারনেটজুড়ে তোলপাড় তৈরি করেছে—তবে তা একেবারেই সঙ্গীতের জন্য নয়। বরং, একটি ভাইরাল ভিডিও-তে (Viral Video) ধরা পড়েছে এমন এক মুহূর্ত, যা কারও কল্পনাতেও ছিল না।

ভিডিওটিতে দেখা যায়, Astronomer নামক এক বিলিয়ন ডলারের ডেটা অ্যানালিটিক্স কোম্পানির CEO অ্যান্ডি রন ও কোম্পানির Chief People Officer ক্রিস্টিন ক্যাবট কনসার্ট চলাকালীন একটি অপ্রত্যাশিতভাবে ঘনিষ্ঠ মুহূর্ত ভাগ করে নিচ্ছেন (Viral Video)। ভিডিওটি ভাইরাল (Viral Video) হতেই এক রকম ইন্টারনেট দুনিয়ায় আগুন লেগে যায়। সেই মুহূর্তে ক্যামেরা যখন সরাসরি তাদের দিকে জুম করে, ক্যাবট মুখ ঢেকে ফেলেন লজ্জায়, এবং ঠোঁট নেড়ে বলেন, “This is awkward”।

তবে এই ঘটনাকে আরও মজাদার করে তোলে কোরিয়ান সুপারস্টার ও BTS সদস্য জিন-এর প্রতিক্রিয়া। তার ‘RUNSEOKJIN_EP.TOUR’-এর আনাহেইম স্টেজে ভক্তদের সঙ্গে একটি চারাড গেম খেলছিলেন তিনি। সেই সময় স্ক্রিনে “Coldplay” শব্দটি ভেসে উঠতেই পুরো হলজুড়ে চিৎকার করে ওঠে ARMY সদস্যরা।

ভিডিওতে (Viral Video) দেখা যায়, কিছু ভক্ত ‘হাগ অ্যান্ড ডাক’—অর্থাৎ ক্যাবট ও বাইরনের সেই বিখ্যাত অদ্ভুত আলিঙ্গনের ভঙ্গি নকল করে দেখাচ্ছেন। জিন প্রথমে কিছুটা বিভ্রান্ত হলেও পরে হাসিতে ফেটে পড়েন। তিনি মজা করে বলেন, “Is it my bro?”—ইঙ্গিত ছিল Coldplay ফ্রন্টম্যান ক্রিস মার্টিন-এর দিকে। যখন দর্শকরা জোরে চিৎকার করে সম্মতি জানায়, তখন জিন নিজেও সেই অদ্ভুত মুহূর্তের অনুকরণ করেন।

ঘটনার আকস্মিকতা দেখে ক্রিস মার্টিন নিজেও মঞ্চ থেকে মন্তব্য করেন, “তারা হয়তো সম্পর্কে জড়িয়ে পড়েছেন, নয়তো খুবই লাজুক!”—তারপর হেসে বলেন, “আশা করি আমরা কিছু ভুল করিনি!”

ঘণ্টাখানেকের মধ্যেই অনলাইন ব্যবহারকারীরা দু’জনকে শনাক্ত করে ফেলেন। জানা যায়, অ্যান্ডি বাইরন বিবাহিত, তার স্ত্রী মেগান কেরিগান বাইরন। আর এখান থেকেই তৈরি হয়েছে একাধিক প্রশ্ন, গুঞ্জন এবং মিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts