অনেক জল্পনা, গুঞ্জন আর অপেক্ষার পর অবশেষে আবার খবরের শিরোনামে ‘দোস্তানা ২’ (Dostana 2)। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এই বহু প্রতীক্ষিত সিক্যুয়েল (Dostana 2) ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ২০০৮ সালের সুপারহিট ‘দোস্তানা’-র পর এই ছবি নিয়েও (Dostana 2) উত্তেজনা কম ছিল না। তবে মাঝপথে কার্তিক আরিয়ানকে নিয়ে হওয়া বিতর্কে সব পরিকল্পনা ধাক্কা খায় (Dostana 2)। অবশেষে নতুন মুখ নিয়ে আবার শুরু হচ্ছে এই প্রজেক্ট (Dostana 2)।
সূত্রের খবর, বিক্রান্ত ম্যাসি এখন ‘দোস্তানা ২’-এর নতুন লিড। তাঁর সঙ্গে থাকবেন নতুন অভিনেতা লক্ষ্য। এছাড়াও ছবিতে থাকবেন এক নতুন মহিলা মুখ, তিনি এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন।
পিঙ্কভিলা-কে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা, আর বছরের শেষেই সিনেমা হলে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা সংস্থার।
এক ঘনিষ্ঠ সূত্র জানায়, “ধর্মা অনেকদিন ধরেই ‘দোস্তানা ২’-এর স্ক্রিপ্ট নিয়ে কাজ করছে। অবশেষে এমন একটি গল্প তৈরি হয়েছে, যা ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবার ছবিতে থাকবে কমেডি, রোমান্স, ড্রামা—একেবারে ফুল অন ফিল্মি প্যাকেজ!”
এখনও পর্যন্ত ছবির পরিচালক চূড়ান্ত হয়নি, তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেই সিদ্ধান্ত জানানো হবে বলে খবর।
প্রসঙ্গত, শুরুতে এই ছবিতে কার্তিক আরিয়ান ও জাহ্নবী কাপুর অভিনয় করার কথা ছিল। কিন্তু ২০২১ সালে ধর্মা প্রোডাকশন এক বিবৃতিতে জানায়, তারা ‘দোস্তানা ২’-এ পুনরায় কাস্টিং করছে। কার্তিকের প্রস্থান ঘিরে নানা বিতর্ক থাকলেও, প্রযোজনা সংস্থা তাতে তেমন মন্তব্য করেনি।
এখন কার্তিক আরিয়ান ব্যস্ত অনুরাগ বসুর আসন্ন ছবি ও করণ জোহরের ‘নাগজিলা’ নিয়ে। অন্যদিকে, বিক্রান্ত ম্যাসি কাজ করছেন শ্রী শ্রী রবিশঙ্করের বায়োপিক ও ‘ডন ৩’-এ, যেগুলি ২০২৫ সালের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানা যাচ্ছে।
ধর্মা প্রোডাকশন এদিকে ব্যস্ত তাদের একগুচ্ছ নতুন সিনেমা নিয়ে— যেমন ‘ধড়ক ২’, ‘সানি সংস্কারী কি তুলসিকুমারী’, ও কার্তিক অভিনীত ‘তু মেরি মেইন তেরা…’ এবং ‘নাগজিলা’।
এতদিনে নতুন কাস্ট, নতুন প্রেম আর নতুন হিউমার নিয়ে ‘দোস্তানা ২’ সত্যিই হতে চলেছে “ব্রেকআপের পর দ্বিতীয় সুযোগের গল্প”!