জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা বিজয় সেতুপতির (Vijay Sethupathi) বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুলে তোলপাড় হয়ে উঠেছে দক্ষিণী বিনোদুনিয়া। ‘জওয়ান’ ও ‘মেরি ক্রিসমাস’-এর মতো হিট ছবি এবং আসন্ন ‘রামায়ণ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা এই সুপারস্টারের (Vijay Sethupathi) বিরুদ্ধে সম্প্রতি বিস্ফোরক অভিযোগ এনেছেন রম্য মোহন নামে এক মহিলা। তার দাবি, বিজয় সেতুপতি (Vijay Sethupathi) যৌন হেনস্তা, কাস্টিং কাউচ, মাদকসেবন এবং আর্থিক তছরুপের সঙ্গে জড়িত!
রম্যার অভিযোগ, “বিজয় সেতুপতি বছরের পর বছর ধরে একটি মেয়েকে ব্যবহার করেছেন। মাদকসেবন এবং যৌন শোষণের জেরে সেই মেয়ে এখন রিহ্যাবে ভর্তি। একাধিকবার ২ লক্ষ বা ৫০ হাজার টাকা খরচ করে এসব কুকর্ম চাপা দিয়েছেন অভিনেতা। আর মিডিয়ার সামনে নিজেকে সাধু সাজিয়ে বেড়ান। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ এবং ড্রাগ কালচারের পিছনে যাঁরা দায়ী, তাঁদের মধ্যে সেতুপতি অন্যতম। অথচ এরাই পূজিত হন পর্দায়।”
এই পোস্ট সামনে আসতেই উত্তাল হয়ে ওঠে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ও নেটদুনিয়া। বিজয়ের ভাবমূর্তি ঘিরে শুরু হয় সমালোচনার ঝড়। এতদিন এই বিষয়ে একেবারে নীরব থাকলেও, এবার চুপ না থেকে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা।
এক সাক্ষাৎকারে বিজয় সেতুপতি (Vijay Sethupathi) জানান, “আমার টিম ইতিমধ্যেই সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছে। যারা আমাকে চেনে, তারা জানে এই অভিযোগ কতটা মিথ্যা ও নোংরা। আমি নিজেও জানি আমি কে। এই সব ভিত্তিহীন অভিযোগে আমি বিচলিত নই। তবে আমার পরিবার ও বন্ধুরা খুব কষ্ট পেয়েছে। আমি ওদের বলেছি, এইসব বাজে কথায় কান দিও না। ওই মহিলা শুধু নজর কাড়তে চাইছে। ওকে ২ মিনিটের খ্যাতি উপভোগ করতে দিন।”
এই মন্তব্যের পর ফের চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিজয় সেতুপতি। কেউ বলছেন সাহসী উত্তর, কেউ বলছেন আরও তদন্ত দরকার। তবে প্রশ্ন উঠছে, সত্যিই কি এই অভিযোগে কোনো ভিত্তি রয়েছে, নাকি এটা শুধুই এক ব্যক্তিগত ‘পাবলিসিটি স্টান্ট’? উত্তরের অপেক্ষায় সিনেদুনিয়া।