Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • Vijay Deverakonda: বিজয়-রশ্মিকার ব্রেক হয়েই গেল! কীসের ইঙ্গিত পেলেন অনুগামীরা
বিনোদন

Vijay Deverakonda: বিজয়-রশ্মিকার ব্রেক হয়েই গেল! কীসের ইঙ্গিত পেলেন অনুগামীরা

Email :2

দীর্ঘদিন ধরেই টলিউড ও সোশাল মিডিয়া জুড়ে আলোচনার কেন্দ্রে রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার (Vijay Deverakonda) প্রেম। যদিও দুই তারকাই (Vijay Deverakonda) সম্পর্কের বিষয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি, তবে তাঁদের সোশাল মিডিয়া অ্যাক্টিভিটি বা একসঙ্গে ছুটি কাটানোর গুঞ্জন এই প্রেমের সম্ভাবনাকে আরও জোরালো করেছিল (Vijay Deverakonda)। অনুরাগীদের দাবি ছিল, বিয়ের আগেই নাকি হানিমুনে উড়ে গিয়েছিলেন এই জুটি (Vijay Deverakonda)!

তবে সাম্প্রতিক পরিস্থিতি বলছে, এই রূপকথার প্রেমে হয়তো ভাঁটা পড়েছে। টলিপাড়ায় এখন জোর গুঞ্জন—রশ্মিকা ও বিজয়ের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে।

এই জল্পনার পেছনে সবচেয়ে বড় ইঙ্গিত এসেছে বিজয়ের ইনস্টাগ্রাম থেকে। অনুরাগীদের নজরে পড়ে, তিনি যাঁদের ফলো করেন, সেই তালিকায় রশ্মিকার নাম নেই! অথচ অন্য অনেক সহকর্মী সেখানে রয়েছেন। বর্তমানে বিজয় মাত্র ৩৫ জনকে ফলো করছেন। এতেই নেটদুনিয়ায় শোরগোল—তবে কি সত্যিই বিচ্ছেদ হয়ে গিয়েছে?

এই মুহূর্তে বিজয় দেবেরাকোন্ডা নানা বিতর্কে জড়িয়ে রয়েছেন। কখনও ভিকি কৌশল ও রশ্মিকাকে নিয়ে মন্তব্য, কখনও আবার রাজনৈতিক প্রসঙ্গে মতামত—সব মিলিয়ে তিনি ক্রমাগত শিরোনামে। এর মাঝেই প্রেম ভাঙনের জল্পনা যেন আরও উসকে দিয়েছে আগুন।

তবে এখনো পর্যন্ত এই গুঞ্জন নিয়ে রশ্মিকা বা বিজয়—কেউই মুখ খোলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts