তিনি সোশ্যাল মিডিয়ার ঝড় তুলতে ওস্তাদ, ফ্যাশন দুনিয়ায় তাঁর নাম শুনলেই চমকে ওঠে অনেকে। সাহসী পোশাক, ভিন্নধর্মী স্টাইল, আর মুখের ওপর নির্ভেজাল মন্তব্য—সব মিলিয়ে তিনি উরফি জাভেদ (Urfi Javed)। যাঁকে নিয়ে প্রায়ই উত্তাল হয় অনলাইন দুনিয়া, সেই উরফিই নাকি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন! আর পাত্র? রটনা বলছে, তিনি দিল্লির একজন ধনাঢ্য ব্যবসায়ী ও উরফির দীর্ঘদিনের প্রেমিক (Urfi Javed)।
উরফির (Urfi Javed) প্রেমকাহিনিও সিনেমার চিত্রনাট্যের মতো। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর প্রেমিকের বাড়িতে অন্য একটি বিয়ের আয়োজন হয়ে গিয়েছিল। পাত্রীর ছিলেন তাঁর প্রেমিকের মা-বাবার পছন্দের। কিন্তু উরফি সোজাসাপ্টা শর্ত দিয়ে দেন—“বিয়ে করলে তবেই প্রেম চলবে, নাহলে নয়।” তাঁর কথা মেনে প্রেমিক নাকি ভেঙে দেন সেই ঠিক হয়ে যাওয়া বিয়ে!
তবে উরফি যতটা আলোচনার কেন্দ্রে থাকতে ভালোবাসেন, তাঁর প্রেমিক ঠিক ততটাই প্রচারবিমুখ। তাই দীর্ঘদিন ধরে গোপনে চলেছে তাঁদের দেখা-সাক্ষাৎ। এমনকি উরফি নিজেও প্রেমিককে একেবারে দূরে রেখেছেন সোশ্যাল মিডিয়ার আলোর ঝলকানি থেকে। যদিও গুঞ্জন বলছে, দিল্লির এই ব্যবসায়ী যুবকই খুব শিগগিরই হতে চলেছেন উরফির জীবনসঙ্গী।