চলচ্চিত্র জগতে ২৫ বছরের বর্ণময় যাত্রা পূর্ণ করলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। ২০০০ সালে জে.পি. দত্ত পরিচালিত ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এবার তিনি Abhishek Bachchan) আসছেন নতুন সিনেমা ‘কালিধার লাপাত্তা’ নিয়ে, যেটি খুব শিগগিরই Zee5-এ স্ট্রিমিং হতে চলেছে।
এক বিশেষ সাক্ষাৎকারে অভিষেক বচ্চন Abhishek Bachchan) জানালেন, অভিনয়ের এত বছর পরেও অডিশনের নাম শুনলে তার এখনো গায়ে কাঁটা দেয়। তার কথায়, “আমি অডিশন দিতে ভীষণ ভয় পাই, কারণ আমি সত্যিই এতে খুব খারাপ। ‘রিফিউজি’র সময়ও স্ক্রিন টেস্ট দিয়েছিলাম। আসলে, আমার প্রথম স্ক্রিন টেস্ট হয়েছিল বিপাশা বসুর সঙ্গে। তখন ও একজন মডেল ছিল।”
অডিশনের সময় নিজের নার্ভাস অনুভবের কথা জানিয়ে অভিষেক Abhishek Bachchan) বলেন, “ওই সময়টা একেবারেই ভালো লাগে না। আমি খুব সহজেই নার্ভাস হয়ে পড়ি। কারণ আমি নিজেকে পরিচালকের অভিনেতা বলে ভাবি। তাই পরিচালক যা নির্দেশনা দেন, তার ওপর আমার ভরসা থাকে।”
অভিনেতা Abhishek Bachchan) আরও বলেন, “আমি কাস্টিং ডিরেক্টরদের অনেক সম্মান করি। কারণ ওনারা এত অল্প সময়ের অডিশনে একজন অভিনেতার মধ্যে প্রতিভা খুঁজে বের করতে পারেন। একজন অভিনেতা যা পারতে পারেন, তার এক শতাংশও অডিশনে বোঝা যায় না। প্রতিভা চেনার জন্য নিজেই এক ধরনের প্রতিভা লাগে। তাই বলছি, আমি এখনো অডিশনের নাম শুনলেই ভয় পাই।”
উল্লেখ্য, অভিষেক বচ্চনের প্রথম ছবি ‘রিফিউজি’ পেয়েছিল দুটি জাতীয় পুরস্কার— সেরা সঙ্গীত পরিচালনা (অনু মালিক) এবং সেরা গীতিকার (জাভেদ আখতার)। আজ ২৫ বছর পরেও, বলিউডে নিজের জায়গা ধরে রেখে অভিষেক নতুনভাবে নিজেকে আবিষ্কার করছেন।