Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • “দেবের ছবির খলনায়ক, এখন ব্যারাকপুরে মুদির দোকান”— টলিউড অভিনেতার এই জীবনকাহিনীতে চোখে জল আসবে
বিনোদন

“দেবের ছবির খলনায়ক, এখন ব্যারাকপুরে মুদির দোকান”— টলিউড অভিনেতার এই জীবনকাহিনীতে চোখে জল আসবে

dev co actor
Email :3

আলো ঝলমলে দুনিয়ার পিছনে থাকে এক গভীর অন্ধকার। সিনেমার গ্ল্যামারের আড়ালে সেই বাস্তবতার মুখোমুখি হতে হয় অনেক তারকাকেও। টলিউডের খলনায়ক হিসেবে যিনি একসময় নজর কাড়তেন দর্শকের, আজ তিনিই সংসার চালাচ্ছেন মুদির দোকানে। তিনি অভিনেতা সুরজিৎ সেন (Surajit Sen)।

একসময় ‘হিরোগিরি’, ‘চ্যালেঞ্জ ২’, ‘রংবাজ’, ‘বিন্দাস’-এর মতো সুপারহিট ছবিতে মেগাস্টার দেবের (Dev) বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি (Surajit Sen)। সুঠাম চেহারা, গাঢ় কণ্ঠ, পর্দায় উপস্থিতি— সব মিলিয়ে ছিলেন শক্তিশালী পার্শ্বচরিত্রের প্রতীক। কিন্তু আজ টলিউডে তাঁর (Surajit Sen) জন্য আর কোনও জায়গা নেই।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুরজিৎ (Surajit Sen) জানান, “১৯৯৮ থেকে ২০২০ সালের মধ্যে আমি মোট পাঁচ লক্ষ টাকার মতো উপার্জন করেছি অভিনয় করে। তারপর থেকে কাজ প্রায় বন্ধ। সংসার, মা-বাবা, স্ত্রী— সবাই আছে। কিন্তু কাজ নেই। তাই ব্যারাকপুরে একটা মুদির দোকান খুলেছি।”

তিনি (Surajit Sen) জানান, বর্তমানে তাঁর দোকানে মূলত ঠান্ডা পানীয়, আইসক্রিম, ও দৈনন্দিন জিনিস বিক্রি হয়। নিজের দোকানকেই এখন নতুন জীবন বলে মনে করেন অভিনেতা। সুরজিতের কথায়, “অভিনয় আমার ভালোবাসা, কিন্তু এখন আমি ব্যবসাতেই মন দিতে চাই। সিনেমা আমার জীবনের একটা অধ্যায়, সেটা নস্ট্যালজিয়াতেই থাকুক।”

সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বাস্তব জীবনের গল্প এখন ভাইরাল। টলিউডের ঝলমলে দুনিয়ার পেছনের এই কঠিন সত্যি অনেকের মন ছুঁয়ে যাচ্ছে। অনেকেই লিখেছেন, “আজকের এই সংগ্রামই সুরজিৎকে আরও বড় করে তুলেছে।” কেউ আবার লিখেছেন, “এটাই বাস্তবতা— শিল্পীর জীবনের আলো আর অন্ধকারের পার্থক্য।”

গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে জায়গা পাওয়া যেমন কঠিন, তেমনই কঠিন সেই জায়গাটা ধরে রাখা। সুরজিতের লড়াই যেন সেই সত্যিটাকেই সামনে এনে দিল আবারও— নাম, খ্যাতি, করতালির পেছনে যে থাকে অনিশ্চিত ভবিষ্যৎ, সেটাই আজ সবার সামনে তুলে ধরলেন এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts