Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সোনার গয়না ও টাকা উধাও— গ্রেফতার টেলি অভিনেত্রী
বিনোদন

সোনার গয়না ও টাকা উধাও— গ্রেফতার টেলি অভিনেত্রী

actress arrested
Email :5

তিনি টেলিভিশনের পরিচিত মুখ। একসময় সিরিয়াল, সিনেমায় দেখা যেত তাঁকে। কিন্তু গত কয়েক বছর ধরে নাম উঠে এসেছে একের পর এক চুরির ঘটনায়। সাড়ে তিন বছর আগে বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী রূপা দত্ত (Actress Arrested)। আর সেই স্মৃতি ফিরে এলো ফের। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ আবারও গ্রেফতার করল তাঁকে (Actress Arrested)। অভিযোগ— পোস্তায় কেনাকাটির ভিড়ে এক মহিলার ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ টাকা উধাও করে দিয়েছেন অভিনেত্রী।

পুলিশ সূত্রের খবর, ১৫ অক্টোবর পোস্তার আদি বাঁশতলা লেনে বাজার করতে এসে এক মহিলার সোনার মঙ্গলসূত্র, সোনার চেন, সোনার দুটি বালা ও নগদ চার হাজার টাকা চুরি যায়। মোট সোনার পরিমাণ প্রায় ৪০ গ্রাম। অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন হিসেবে উঠে আসে রূপা দত্তের নাম। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, উত্তর সন্তোষজনক না হওয়ায় আটক করা হয় অভিনেত্রীকে (Actress Arrested)।

তারপর বড়বাজারের নন্দরাম মার্কেটের কাছে রাতেই গ্রেফতার করা হয় তাঁকে। তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে ৬২.৯৫ গ্রাম সোনার গয়না উদ্ধার হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।

তবে এটিই প্রথম নয়। ২০২২ সালে কলকাতা বইমেলায় মানিব্যাগ ডাস্টবিনে ফেলতে গিয়ে ধরা পড়েছিলেন রূপা দত্ত। সন্দেহে তাঁকে আটকায় পুলিশ। ব্যাগ তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছিল নগদ প্রায় ৭৫ হাজার টাকা এবং একাধিক মানিব্যাগ। তখনই সামনে আসে ‘পকেটমারি’ অভিযোগ। সেই মামলায় জামিন পেয়ে মুক্তি পান তিনি (Actress Arrested)।

একসময় ‘জয় মা বৈষ্ণোদেবী’ সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করতেন রূপা। বাংলা চলচ্চিত্রেও দেখা গেছে তাঁকে। আবার ২০২০ সালে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ‘অশ্লীল বার্তা’ পাঠানোর অভিযোগ তুলে সরব হয়েছিলেন। পরে অবশ্য পরিষ্কার হয়, সেই ব্যক্তি অনুরাগ কাশ্যপ নন।

সেলিব্রিটি পরিচয়, আলো-ঝলমলে পর্দা— সব ছাপিয়ে এখন সামনে এসেছে বারবার গ্রেফতারের ছায়া। বিনোদনজগতের একসময়কার পরিচিত মুখের এই গল্পে আবারও চাঞ্চল্য ছড়াল শহরে।

কলকাতা পুলিশের তদন্ত চলছেই। প্রশ্ন উঠছে— অভিনেত্রীর আবারও কি একই পুরনো ফাঁদে পা? নাকি বড় কোনও চক্রের অংশ? উত্তর দেবে তদন্তই।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts