হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ, বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তী (Sumana Chakraborty)। কপিল শর্মা শোয়ের মাধ্যমে যিনি ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন। তবে সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি দক্ষিণ মুম্বইয়ের রাস্তায়। সেই ঘটনার বর্ণনা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে সেই পোস্ট সরিয়ে ফেলেন (Sumana Chakraborty)।
ঘটনাটি ঘটেছে ৩১ আগস্ট, রবিবার দুপুরে। সুমনা (Sumana Chakraborty) জানালেন, কোলাবা থেকে কেল্লা যাওয়ার পথে হঠাৎ করেই তাঁর গাড়ি ঘিরে ধরে মারাঠা কোটা আন্দোলনকারীরা। গেরুয়া পোশাক পরা এক ব্যক্তি তাঁর গাড়ির বনেটে জোরে আঘাত করতে থাকেন, পেট দিয়ে গাড়ি ঠেলতে থাকেন এবং তাঁকে দেখে হাসতে থাকেন। এরপরই কয়েকজন বিক্ষোভকারী গাড়ির জানালায় ধাক্কা দিতে শুরু করে এবং একসঙ্গে ‘জয় মহারাষ্ট্র’ স্লোগান দেয়। ভিড় চিৎকার করতে করতে তাঁকে ঘিরে ধরে। কিছুক্ষণ পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়।
অভিনেত্রীর (Sumana Chakraborty) অভিযোগ, প্রকাশ্য রাস্তায় এভাবে হেনস্তার শিকার হলেও আশেপাশে কোনও পুলিশকে দেখা যায়নি। আইন-শৃঙ্খলার কোনো অস্তিত্বই যেন ছিল না। তিনি আরও জানান, রাস্তাঘাটে আবর্জনা ছড়ানো ছিল, ফুটপাত বিক্ষোভকারীরা দখল করে রেখেছিল। কেউ সেখানে খাচ্ছিল, কেউ ঘুমোচ্ছিল, কেউবা স্নান বা রান্না করছিল। এমনকি প্রতিবাদের মাঝেই ভিডিও কল বা রিল বানাচ্ছিল অনেকে। তাঁর কথায়, “এটা আসলে নাগরিক সচেতনতার সঙ্গে ভয়ঙ্কর পরিহাস।”
সুমনা আরও যোগ করেন, সঙ্গে একজন পুরুষ বন্ধু থাকায় তিনি কিছুটা স্বস্তি পেয়েছিলেন। কিন্তু যদি একা থাকতেন, তবে হয়তো পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তিনি ভিডিও করার চেষ্টা করেছিলেন, তবে আশঙ্কায় থেমে যান, কারণ মনে হচ্ছিল এতে ভিড় আরও উত্তেজিত হয়ে উঠবে। তাঁর দাবি, সেই মুহূর্তে মনে হচ্ছিল, যে কোনো সময় ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে।
ঘটনা প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে যায়। তবে কিছু সময় পরই অজানা কারণে সুমনা তাঁর সেই প্রতিবাদী পোস্ট মুছে দেন।