Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, বই নিষিদ্ধ হওয়ার ইতিহাস—সব দেখাবে নতুন ছবি
বিনোদন

ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, বই নিষিদ্ধ হওয়ার ইতিহাস—সব দেখাবে নতুন ছবি

ssrijit mukherjee
Email :5

বাংলা ছবির দর্শকরা আবারও বড় চমক পেতে চলেছেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) নতুন ছবির কাজে হাত দিয়েছেন। চলতি বছর তাঁর দুটি ছবি মুক্তি পেয়েছে—‘সত্যি বলে সত্যি কিছু নেই’ এবং ‘কিলবিল সোসাইটি’। আর বড়দিনে মুক্তি পেতে চলেছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ (Srijit Mukherji)। তবে এর মধ্যেই সৃজিত নতুন ছবির পরিকল্পনা করে ফেলেছেন। তাঁর নতুন ছবির নাম ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’।

পরিচালক (Srijit Mukherji) জানিয়েছেন, আগামী বছর ‘পথের দাবী’ বইটির প্রকাশিত হওয়ার একশো বছর পূর্ণ হবে। ১৯২৬ সালের ৩১ অগাস্ট বইটি প্রকাশিত হয়েছিল। কিন্তু ১৯২৭ সালের জানুয়ারিতে ইংরেজ সরকার বইটি নিষিদ্ধ করে দেয়। সৃজিতের ছবির গল্প ঠিক সেই প্রেক্ষাপট নিয়েই তৈরি হবে—ইংরেজ সরকারের বিরুদ্ধে লেখকের প্রতিবাদ, বই নিষিদ্ধ হওয়ার ঘটনা এবং সমাজে তার প্রভাব (Srijit Mukherji)।

পরিচালক (Srijit Mukherji) জানালেন, শুটিং শুরু হবে নভেম্বর মাসে। ছবিতে বাংলা ছবির নামী অভিনেতাদের নিয়েই কাজ হবে, তবে কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। ছবি মুক্তি পাবে ২০২৬ সালের ১ মে।

সৃজিত মনে করেন, একশো বছর আগে যেভাবে শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করা ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিত, আজও সেই ভয় কিছুটা রয়ে গেছে। সেই দিক থেকেই গল্পটি আজও প্রাসঙ্গিক।

নতুন ছবিটি তৈরি করবে এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া। এর আগের ব্লকবাস্টার ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর প্রযোজক টিম এবারও ফিরে এসেছে নতুন ছবিতে। উল্লেখযোগ্য যে, এই বছর দেব ও রাণা সরকারের প্রযোজনায় ‘ধূমকেতু’ ব্লকবাস্টার হয়েছে, আবার এসভিএফ-এর প্রযোজনায় ‘দ্য একেন-বেনারসে বিভীষিকা’ ব্লকবাস্টার। তাই নতুন ছবিটিকে ঘিরে প্রত্যাশার পারদ ইতিমধ্যেই চড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts