অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) অভিযোগ তুলেছেন, তাঁকে পরিকল্পিতভাবে সামাজিক বয়কট করা হচ্ছে। শুধু তাই নয়, তাঁর বেহালার সোদপুরের বাড়ির সামনে পোস্টার-ব্যানারে ঘিরে ফেলা হয়েছে, চারপাশে ছড়াচ্ছে হেনস্থার বার্তা। পরিস্থিতি এতটাই অসহনীয় হয়ে উঠেছে যে নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি (Sreelekha Mitra) । হাইকোর্ট মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহেই শুনানি হতে পারে।
শ্রীলেখার (Sreelekha Mitra) দাবি, সাম্প্রতিক সময়ে তিনি সরকার-বিরোধী এবং শাসকদল-বিরোধী বেশ কিছু মন্তব্য করেছেন। তিলোত্তমা হত্যাকাণ্ডের বিচার দাবি করেও পথে নেমেছিলেন তিনি। গত ৯ আগস্ট অভিনেত্রী সরাসরি প্রশ্ন তুলেছিলেন— এক বছর কেটে গেলেও কেন তিলোত্তমার বাবা-মা বিচার পেলেন না? তিনি শুধু রাজ্যের মুখ্যমন্ত্রীকেই নয়, কেন্দ্রীয় সরকারকেও বিঁধেছিলেন এবং সিবিআই-এর ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেছিলেন। প্রকাশ্যে বলেছিলেন (Sreelekha Mitra) , “বিজেপিকে জিজ্ঞেস করুন, সিবিআই কী করছে? শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন, সিবিআই কী করছে? ওনার তো জানার কথা।”
শ্রীলেখার অভিযোগ, তাঁর এই সরব ভূমিকাতেই শুরু হয় হেনস্থা। বাড়ির সামনে ব্যানার পড়তে শুরু করে, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েন তিনি। আগেই হরিদেবপুর থানায় ই-মেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তার পরেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। উল্টে তাঁর বাড়ির সামনের অংশ আরও বেশি করে ব্যানারে ঢেকে দেওয়া হয়। অভিনেত্রীর কথায়, তিনি এখন প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে শেষমেশ আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন।