Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • বিপদে দক্ষিণী সিনেমার ২৯ সুপারস্টার! বেআইনি বেটিং অ্যাপের প্রচারে ED-র জালে বিজয় দেবেরাকোন্ডা, রানা ও প্রকাশ রাজ!
বিনোদন

বিপদে দক্ষিণী সিনেমার ২৯ সুপারস্টার! বেআইনি বেটিং অ্যাপের প্রচারে ED-র জালে বিজয় দেবেরাকোন্ডা, রানা ও প্রকাশ রাজ!

south indian star
Email :3

দক্ষিণী সিনেমার একঝাঁক তারকার বিরুদ্ধে বেআইনি বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে বড়সড় আইনি পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ ও লক্ষ্মী মাঞ্চুসহ মোট ২৯ জন তারকার (South Indian Star) বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। সূত্রের খবর, এই সব অভিনেতা ও নেটপ্রভাবীরা অনলাইন বেআইনি বেটিং অ্যাপের প্রচারে যুক্ত ছিলেন, এবং সেই কারণেই তাঁদের নামে মামলা দায়ের হয়েছে (South Indian Star) ।

সোমবার ED-এর তরফে প্রকাশ রাজ, বিজয় দেবেরাকোন্ডা ও রানা ডাগ্গুবতীকে সমন পাঠানো হয়েছে (South Indian Star) । আলাদা করে তাঁদের প্রত্যেককে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। আগামী ২৩ জুলাই রানা ডাগ্গুবতীকে, ৩০ জুলাই প্রকাশ রাজকে, ৬ আগস্ট বিজয় দেবেরাকোন্ডাকে এবং ১৩ আগস্ট লক্ষ্মী মাঞ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে (South Indian Star) ।

এই মামলার সূত্রপাত হয় ব্যবসায়ী ফণীন্দ্র শর্মার দায়ের করা অভিযোগের ভিত্তিতে। অভিযোগ, এই তারকারা (South Indian Star) কোটি টাকার বিনিময়ে বেআইনি বেটিং অ্যাপের প্রচার করেছেন, যেখানে এক বিশাল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। মার্চ মাসেই প্রাথমিকভাবে একটি মামলা রুজু হয়। এবার সেই মামলার তদন্তেই একাধিক জনপ্রিয় তারকার নাম জড়িয়ে পড়ে।

বর্তমানে ED খতিয়ে দেখছে ঠিক কত টাকা লেনদেন হয়েছে ওই বেটিং অ্যাপের প্রচারে, এবং কোন কোন অ্যাকাউন্টে সেই টাকা গিয়েছে । প্রশ্ন উঠছে, অভিনেতাদের মধ্যে কেউ কি ইচ্ছাকৃতভাবে বেআইনি কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, নাকি শুধুই বিজ্ঞাপন চুক্তি হিসেবে দেখছেন তাঁরা বিষয়টিকে?

এদিকে বলিউড ও দক্ষিণী সিনে মহলে ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ED-এর নজরে থাকা আরও তারকার নাম সামনে আসতে পারে বলে ইঙ্গিত মিলছে তদন্তকারী সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts