শুধু অমিতাভ বচ্চন নন, বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগমও (Sonu Nigam) আসলে বাঙালির জামাই। অনেকেই হয়তো জানেন না, সোনুর স্ত্রী (Sonu Nigam) মধুরিমা মিশ্র আদ্যোপান্ত বাঙালি মেয়ে। রেডিয়ো জকি হিসেবে কাজ করতেন তিনি। একটি অনুষ্ঠানে সোনুকে সাক্ষাৎকার নেওয়ার সময়ই তাঁদের প্রথম আলাপ। প্রথম দেখাতেই প্রেম, আর তার পরেই ২০০২ সালে বিয়ে।
তবে এই দাম্পত্য জীবন সব সময় সুখের ছিল না। বিয়ের মাত্র কয়েক বছর পরেই সম্পর্কে ভাঙন ধরতে শুরু করে (Sonu Nigam)। ২০০৫ সালের দিকে সংবাদমাধ্যমে জোর চর্চা শুরু হয় সোনুর নাম অন্য গায়িকা সুনিধি চৌহান ও স্মিতা ঠাকরের সঙ্গে জড়িয়ে। অভিযোগ ওঠে পরকীয়ার, যা নিয়ে ক্ষুব্ধ ছিলেন মধুরিমা। আলাদা হয়ে যাওয়ার কথাও উঠেছিল।
কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে ফেলেন সোনু নিগম (Sonu Nigam)। এক সাক্ষাৎকারে নিজেই তিনি জানান, সবটাই ছেলের জন্য। তাঁদের ছেলে নিভান বাবা-মা দু’জনকেই চাইত। সোনু বলেন, “যদি নিভান না থাকত, তবে হয়তো শ্রদ্ধার সঙ্গে মধুরিমাকে জানাতাম যে এই সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয়। তবে ছেলের মুখের দিকে তাকিয়েই আমরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিই।”
সোনু আরও বলেন, তাঁর স্ত্রী একজন ভালো মানুষ, তবে শুধু এই কারণেই সম্পর্ক টিকে থাকে না। তবুও ভাগ্যক্রমে তাঁদের আলাদা হওয়ার দিন আসেনি। আজও সুখে সংসার করছেন তাঁরা।