Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ঋতুস্রাব মন্তব্যে নেটপাড়ায় ঝড়! মমতা শঙ্করের বিরুদ্ধে এবার মুখ খুললেন নিজের ভাইঝি?
বিনোদন

ঋতুস্রাব মন্তব্যে নেটপাড়ায় ঝড়! মমতা শঙ্করের বিরুদ্ধে এবার মুখ খুললেন নিজের ভাইঝি?

sreenanda shankar and mamata shankar
Email :4

মমতা শঙ্করের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে কার্যত তোলপাড় নেটদুনিয়ায়। এক সাক্ষাৎকারে ঋতুস্রাব, ‘ব্যাড টাচ গুড টাচ’ শিক্ষার বিষয় এবং আধুনিক বিজ্ঞাপন নিয়ে কিছু ব্যক্তিগত মতামত প্রকাশ করেছিলেন। আর তাতেই তৈরি হয়েছে প্রবল বিতর্ক। অভিনেত্রীর বক্তব্য নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন বহু নেটিজেন। কেউ কেউ তাঁকে ‘সময়োচিত চিন্তাধারা না রাখার’ অভিযোগে শব্দের নিশানাও করেছেন (Shreenada Shankar)।

এই পরিস্থিতিতে এবার যেন সেই বিতর্কে নতুন রসদ জুগিয়ে দিলেন মমতা শঙ্করের ভাইঝি শ্রীনন্দা শঙ্কর (Shreenada Shankar)। তনুশ্রী শঙ্কর এবং আনন্দ শঙ্করের কন্যা শ্রীনন্দা (Shreenada Shankar) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি স্পষ্ট বার্তা দেন, যার ইঙ্গিত নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

শ্রীনন্দা (Shreenada Shankar) লেখেন, “বংশগৌরব আর প্রতিভা একজন মানুষকে চেনায় না। তাঁর চিন্তা আর বিশ্বাসই আসল। এখন আর সেই দিন নেই যখন মানুষ একজন অভিনেতাকে তাঁর চরিত্র ভেবে নিত। তারকাদের রাগ-অভিমান এখন পুরনো হয়ে গেছে। আজকের দিনে মানুষ হিসেবে আপনি কেমন, সেটাই আসল। কিন্তু সমস্যা হলো, অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি, তাই তাঁরা বিরক্ত আর তিক্ত হয়ে পড়ে।”

এই পোস্টে সরাসরি কারও নাম না থাকলেও, নেটিজেনদের একাংশের জোর দাবি—এই লেখা আসলে মমতা শঙ্করকে লক্ষ্য করেই। পিসি ও ভাইঝির (Shreenada Shankar) মধ্যে মতবিরোধের গন্ধও পাচ্ছেন অনেকে।

প্রসঙ্গত, মমতা শঙ্কর তাঁর ভাইরাল সাক্ষাৎকারে প্রশ্ন তুলেছিলেন, “স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে লাল রং ঢেলে বোঝানোর কী প্রয়োজন?” তিনি বলেন, তিনি নিজে বাবা বা ছেলের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে স্বচ্ছন্দ নন। পাশাপাশি, ছোটদের ‘ব্যাড টাচ’ ও ‘গুড টাচ’ শেখানো নিয়ে তাঁর আপত্তির কথাও জানান। তাঁর মতে, এতে শিশুমনে ভয় তৈরি হতে পারে।

এই বক্তব্যের পরপরই বহু মানুষ সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। অনেকে বলেন, একজন শিল্পী হিসেবে তাঁর এমন রিগ্রেসিভ বা পশ্চাদমুখী মন্তব্য কাম্য নয় (Shreenada Shankar)।

এই প্রেক্ষাপটে শ্রীনন্দার বক্তব্য যেন আরও বিতর্কের আগুনে ঘি ঢালল। যদিও তিনি সরাসরি মমতার নাম নেননি, কিন্তু সময় ও বক্তব্যের সামঞ্জস্যেই তা ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

এই পোস্টের পর থেকেই নেটদুনিয়ায় দুই প্রজন্মের শিল্পীর ভাবনার পার্থক্য নিয়ে জোর আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts