‘সাইয়ারা’ ছবির টাইটেল ট্র্যাক যেন শ্রেয়া ঘোষালের (Sherya Ghoshal) কণ্ঠে এক আবেগের বিস্ফোরণ। বিশ্বজুড়ে দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে এই গান। সিনেমার ক্লাইম্যাক্স মুহূর্তে বাজে এই টাইটেল ট্র্যাকের ফিমেল ভার্সান, যা গেয়েছেন শ্রেয়া ঘোষাল (Sherya Ghoshal) । আর সেই গানকে ঘিরেই বলিউডে চলছে তুমুল চর্চা।
ছবির সঙ্গীত পরিচালক তানিষ্ক বাগচী বলেন, “পরিচালক মোহিত সুরির সঙ্গে যখন সাউন্ড নিয়ে আলোচনা হচ্ছিল, তখনই শ্রেয়ার (Sherya Ghoshal) নাম উঠে আসে। কিন্তু তাকে কিছু বলার দরকার হয়নি। শ্রেয়া গানটা নিজের মতো করে গেয়েছেন, নিজের আবেগ ঢেলে দিয়েছেন সুরে। এখানেই জাদু তৈরি হয়েছে।”
পরিচালক মোহিত সুরি আরও স্পষ্ট করে জানান, “যখন কোনও গানে নারীর অনুভূতির গভীরতা প্রকাশ করতে হয়, তখন শ্রেয়া ঘোষালের থেকে ভালো কাউকে ভাবাই যায় না। তাই গানটার জন্য প্রথম এবং একমাত্র পছন্দ ছিল শ্রেয়াই।”
এই গান এখন দেশ-বিদেশের মিউজিক চার্টে শীর্ষে, সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং। অনেকেই বলছেন, গত পাঁচ বছরে অরিজিত সিংয়ের গলায় একের পর এক সুপারহিট গান হিট হলেও, এবার সেই ধারাকে ভেঙে দিয়েছেন শ্রেয়া (Sherya Ghoshal) । অনেকেই মনে করছেন, নতুন প্রজন্মের ছবি হলেও শ্রেয়ার গলায় তৈরি সুরের আবেগ এখনো অপরিহার্য— যেমনটা একসময় শাহরুখ খান বা ঐশ্বর্য রাইয়ের ছবির ক্ষেত্রেও দেখা গিয়েছিল।
অন্যদিকে, বাংলা ছবিতেও শ্রেয়া ও অরিজিতকে একসঙ্গে গাইতে শোনা গেল বহুদিন পর। ‘ধূমকেতু’ ছবির একটি গান, যেখানে দেব ও শুভশ্রী গঙ্গোপাধায়ীর জুটি আবার ফিরেছে ১২ বছর পর, সেখানে এই দুই জনপ্রিয় গায়কের যুগলবন্দি মন কাড়ছে দর্শকদের। গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে উঠে এসেছে।
দেব-শুভশ্রীর এই বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ মুক্তি পেতে চলেছে ১৪ আগস্ট। বাংলার পাশাপাশি বলিউডেও শ্রেয়া ঘোষাল যেন এই মুহূর্তে আবেগ আর সুরের একমাত্র সম্রাজ্ঞী।