শুক্রবার রাতে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা (Shefali Jariwala)। বয়স মাত্র ৪২। আচমকা অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই স্বামী পরাগ ত্যাগী কোনও সময় নষ্ট না করে তাঁকে নিয়ে ছুটে যান মুম্বইয়ের হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালের চিকিৎসকরা (Shefali Jariwala) জানান, হাসপাতালে আনার আগেই শেফালির মৃত্যু হয়েছে।
এই দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই যেন স্তব্ধ হয়ে যায় বলিউড (Shefali Jariwala)। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় পরাগ ত্যাগীকে ঘিরে ক্যামেরার ফ্ল্যাশের ঝলকে রীতিমতো হুড়োহুড়ি শুরু হয় পাপারাজ্জিদের মধ্যে। শোকবিহ্বল (Shefali Jariwala) পরাগ সেই মুহূর্তে নিজের মুখ ঢেকে নেন ক্যামেরার আলো থেকে বাঁচতে। অথচ তাঁকে একবার শোকপ্রকাশ করার সময়টুকুও দিল না মিডিয়া! এই দৃশ্য ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন শেফালির (Shefali Jariwala) অনুরাগীরা। একের পর এক মন্তব্যে তাঁরা আক্রমণ করেছেন চিত্রসাংবাদিকদের। কেউ লিখেছেন, “একটু মনুষ্যত্ব দেখান”, আবার কেউ চিৎকার করে বলেছেন, “একজন মানুষ মারা গিয়েছেন, এমন হুড়োহুড়ি কেন?”
শেফালির হঠাৎ চলে যাওয়ায় শুধুই যে তাঁর পরিবার নয়, শোকাহত গোটা বিনোদন জগত ও তাঁর অসংখ্য অনুরাগী। মাত্র কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে ফটোশুটের ছবি দিয়ে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন নেটিজেনদের। কে জানত সেটাই হবে তাঁর শেষ পোস্ট!
২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমেকে নজরকাড়া পারফরম্যান্সের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছান শেফালি। এরপর ‘মুঝসে শাদি করোগি’, ‘বেবি কাম না’র মতো প্রজেক্টেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন। পাশাপাশি ‘নাচ বলিয়ে’ ও ‘বিগ বস সিজন ১৩’-তে অংশ নিয়ে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
এত অল্প বয়সে, এত হঠাৎ করে তাঁর বিদায় যেন মেনে নিতে পারছে না কেউই। নেটদুনিয়ায় শুধুই একটি প্রশ্ন—এমন গ্ল্যামারাস, প্রাণবন্ত জীবনের এমন আকস্মিক পরিসমাপ্তি কীভাবে সম্ভব?