মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালার (Shefali Jariwala) মৃত্যু যেন এখনও এক দুঃস্বপ্ন হয়ে রয়ে গেছে তাঁর স্বামী পরাগ ত্যাগীর কাছে। কেটে গিয়েছে ঠিক একমাস—২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে চলে যান ‘কাঁটা লাগা’ গার্ল (Shefali Jariwala)। আজ, ২৭ জুলাই, রবিবার সেই অকালপ্রয়াণের একমাস পূর্ণ হল। এক মাস পার হলেও স্ত্রী হারানোর যন্ত্রণায় আজও পুড়ছেন পরাগ। এই বিশেষ দিনে স্ত্রীর স্মৃতিকে শ্রদ্ধা জানাতে ইনস্টাগ্রামে এক আবেগঘন ভিডিও পোস্ট করলেন তিনি। ভিডিওটি দেখে কেঁদে উঠেছেন বহু অনুরাগী।
এই ভিডিওতে দেখা যাচ্ছে, শেফালির (Shefali Jariwala) বিভিন্ন মূহূর্তের ছবি, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন তাঁদের প্রিয় পোষ্য সারমেয় সিম্বা। শেফালির কাছে সিম্বা শুধুমাত্র একটি পোষ্য ছিল না, ছিল সন্তানস্বরূপ। এই আবেগে ভর করেই ভিডিওটির ক্যাপশনে পরাগ লেখেন, “বিশ্বের শ্রেষ্ঠ মাকে উৎসর্গ করলাম। পরী (Shefali Jariwala) তাঁর সিম্বাকে সন্তানের মতোই ভালোবাসতো। আজ একমাস হয়ে গেল সিম্বা তোমায় চোখে দেখতে পায় না, কিন্তু সে তোমার উপস্থিতি ঠিকই টের পায়।”
এই পোস্টে যে কথাগুলো লেখা হয়েছে, তা যেন সিম্বার মুখ দিয়ে তার ‘মানুষ মা’ শেফালিকে উদ্দেশ্য করে বলা। ক্যাপশন বলছে, “মা, তুমি যেখানেই থাকো, শান্তিতে থাকো। আমি তোমায় খুব ভালোবাসি। এই ভালোবাসা চিরকাল থেকে যাবে। দয়া করে আমার মায়ের শান্তির জন্য প্রার্থনা করো।”
এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় (Shefali Jariwala)। বহু নেটিজেন চোখের জল ধরে রাখতে পারেননি। এমন আবেগঘন শ্রদ্ধাঞ্জলি দেখে শেফালির অনুরাগীরা আবারও স্মৃতিচারণায় মগ্ন হয়ে পড়েন।
View this post on Instagram
প্রসঙ্গত, শেফালির মৃত্যুর পরদিনই পরাগ ত্যাগীকে তাঁর পোষ্য সিম্বার সঙ্গে হাঁটতে দেখে একাংশ কটাক্ষ করেছিল—“স্ত্রী মারা গেলেও শোক নেই!” কিন্তু অভিনেত্রী রেশমি দেশাই পরাগের পাশে দাঁড়িয়ে জোর গলায় বলেন, “সিম্বা শুধু ওদের পোষ্য নয়, ও শেফালির কাছে সন্তানসম ছিল। একদিনেই মা হারিয়েছে সে। পরাগ তার খেয়াল রাখছে—এই তো প্রকৃত ভালোবাসা।”
এবার সেই কথাই আরও একবার প্রমাণ করে দিলেন পরাগ। স্ত্রীকে নিয়ে তাঁর এই স্মৃতিচারণ শুধু এক স্বামীর নয়, এক সন্তানের মাকে হারানোর হাহাকার।