Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • শাহিদ কাপুরকে পেতেই শুটিং সেটে হামলা, বাড়িতে গিয়ে থাকাও শুরু করলেন এক ভক্ত!
বিনোদন

শাহিদ কাপুরকে পেতেই শুটিং সেটে হামলা, বাড়িতে গিয়ে থাকাও শুরু করলেন এক ভক্ত!

shahid kapoor
Email :8

শাহিদ কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা (Shahid Kapoor)। পর্দায় যেমন তাঁর ভক্তের সংখ্যা অসংখ্য, তেমনি সিনেপাড়ার ভেতরেও তাঁর জনপ্রিয়তা অস্বীকার করার উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিটি পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। নাচের জন্যও তিনি (Shahid Kapoor) যথেষ্ট প্রশংসিত। সুপুরুষ এই অভিনেতাকে পছন্দ করেন অনেকেই।

কিন্তু এই পছন্দের কারণেই কখনও কখনও সমস্যায় পড়তে হয়েছে শাহিদকে (Shahid Kapoor)। তাঁর স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে সংসার সুখেই চলছে। এর আগে করিনা কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়েও প্রচুর আলোচনা হয়েছিল। তবে এসব ছাড়াও শাহিদের জীবনে এক সময় জড়িয়ে গিয়েছিলেন আরও এক নারী।

তিনি হলেন প্রয়াত অভিনেতা রাজ কুমারের মেয়ে ভস্তভিকা পন্ডিত। নাচের ক্লাসে আলাপ হওয়ার পর থেকেই ভস্তভিকা শাহিদকে (Shahid Kapoor) পছন্দ করতে শুরু করেন। ধীরে ধীরে সেই পছন্দ এক ধরনের আসক্তিতে রূপ নেয়। শুটিং সেটে অনধিকার প্রবেশ, কাজের মধ্যে বিঘ্ন ঘটানো, গাড়ির বোনেটে বসে থাকা, এসব কারণে বিরক্ত হতে হতো শাহিদকে ।

একটা সময় তিনি এতটাই বাড়াবাড়ি করেন যে শাহিদের পাড়াতেই থাকতে শুরু করেন এবং চারপাশে ঘোষণা দেন তিনি নাকি শাহিদের স্ত্রী। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত আর চুপ করে থাকতে পারেননি অভিনেতা। বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করতে হয়েছিল শাহিদ কাপুরকে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts