পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ এর টিজার মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি কলকাতায় ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ভেস্তে যাওয়ায় সেই বিতর্ক আরও বেড়ে যায়। এর মধ্যেই অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়-এর (saswata chatterjee) এক সাক্ষাৎকার ঘিরে নতুন জলঘোলা শুরু হয়েছে।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাশ্বত জানান, তিনি (saswata chatterjee) জানতেন না যে ছবির নাম ‘দ্য দিল্লি ফাইলস’ থেকে পরিবর্তন করে ‘দ্য বেঙ্গল ফাইলস’ রাখা হয়েছে। শুটিং শেষ হওয়ার পরই তিনি এ খবর জানতে পারেন। শাশ্বতের (saswata chatterjee) কথায়, তিনি একজন অভিনেতা, পরিচালক যেভাবে নির্দেশ দেন আর চিত্রনাট্যে যা লেখা থাকে, সেভাবেই কাজ করেন। তাঁকে যা বলা হয়েছিল, তিনি শুধু সেটুকুই জানতেন।
এই মন্তব্যের জবাবে বিবেক অগ্নিহোত্রী নয়াদিল্লির এক অনুষ্ঠানে বলেন, শাশ্বত দেশের অন্যতম সেরা অভিনেতা, অসাধারণ সব ছবিতে তিনি কাজ করেছেন। তাঁর ছবিতেও শাশ্বত এমন অভিনয় করেছেন যে জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য। তবে তিনি আরও জানান, “শাশ্বতকে যা বলতে বলা হয়েছে, ও তাই বলেছে।”
পরিচালকের দাবি, ছবির গল্প সম্পূর্ণ বাংলাকে কেন্দ্র করে। শাশ্বত এখানে মুর্শিদাবাদের এক বিধায়কের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে প্রচুর বাঙালি অভিনেতাও কাজ করেছেন। ছবির নাম অনেক আগেই বদলানো হয়েছিল এবং পোস্টার মুক্তির সময় সব অভিনেতার কাছেই তা পাঠানো হয়েছিল। তাই শাশ্বত জানতেন না বলে এখন যে মন্তব্য করছেন, সেটি নিয়ে তাঁর কিছু বলার নেই বলে জানিয়ে দিয়েছেন বিবেক অগ্নিহোত্রী।