অভিনেত্রী সারা আলি খান সময় পেলেই কেদারনাথে পুজো দিতে যান (Sara Ali Khan)। অতীতে এই অভ্যাস নিয়ে একাধিকবার কটাক্ষের শিকার হলেও তাতে কান দেননি তিনি। এবার বারাণসীতে গিয়ে পুজো দিলেন সারা (Sara Ali Khan), আর সেই মুহূর্ত সমাজমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।
সাদা রঙের সালোয়ার-কামিজ ও ওড়নায়, টেনে বাঁধা চুল, মাথায় পুজোর টিকা, হাতে আরতির থালা—এভাবেই দেখা গেল সারাকে (Sara Ali Khan)। শনিবার রাতে বারাণসীর দশাশ্বমেধ ঘাটে উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে বসে পুজো দিচ্ছিলেন তিনি। দু’চোখ বুজে প্রার্থনা করতে দেখা যায় সারাকে। ভিন্ন ধর্মের হলেও, সারাকে প্রায়ই বিভিন্ন মন্দিরে পুজো দিতে দেখা যায়। তার প্রথম ছবি ‘কেদারনাথ’ বক্স অফিসে সফল হওয়ার পর থেকে অভিনেত্রী নিয়মিতভাবে কেদারনাথের মন্দিরে যান। সম্প্রতি গণেশচতুর্থীতে পুজো করতে দেখা গিয়েছে তাঁকে (Sara Ali Khan)।
#Watch | Bollywood actress Sara Ali Khan joined the world-famous Ganga Aarti at Dashashwamedh Ghat in Varanasi this evening.
She offered prayers to Maa Ganga and praised the grandeur of the aarti, including the sound of bells, drums, and chants, saying the experience brought… pic.twitter.com/H45DsI9fbG
— United News of India (@uniindianews) August 30, 2025
বর্তমানে সারা ‘পতি পত্নী অউর উয়ো ২’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। সম্প্রতি শুটিংয়ের সময় স্থানীয়দের সঙ্গে কলাকুশলীদের বিবাদ পর্যন্ত হয়েছে। অভিযোগ, স্থানীয়রা কলাকুশলীদের মারধরও করেছেন। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ স্থানীয়দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন করেছে।
ঘটনাটি ঘটে নায়ক আয়ুষ্মান খুরানা এবং নায়িকা সারা আলি খানের উপস্থিতিতে। ছবির পরিচালক মুদাস্সির আজিজ, আর ছবিতে ওয়ামিকা গব্বিও অভিনয় করছেন। উল্লেখ্য, এই ছবির প্রিকুয়েলে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে ও ভূমি পেডনেকর।