বলিউডের প্রাক্তন অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী এবং প্রখ্যাত শিল্পপতি সঞ্জয় কাপুরের (Sanjay Kapur) আকস্মিক মৃত্যু ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। চলতি বছরের ১২ জুন, লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সঞ্জয়ের (Sanjay Kapur) । তবে এই মৃত্যুকে ঘিরে যত সময় গড়াচ্ছে, ততই নতুন নতুন রহস্য সামনে আসছে।
সঞ্জয়ের (Sanjay Kapur) মৃত্যুতে তাঁর ব্যাপক ৩০,০০০ কোটি টাকার সম্পত্তি ঘিরে শুরু হয়েছে পারিবারিক কোন্দল। বিশেষ করে তাঁর প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুর এবং বর্তমান স্ত্রী প্রিয়া কাপুর-এর মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। এরই মধ্যে সঞ্জয়ের (Sanjay Kapur) মা রানি কাপুর এক বিস্ফোরক অভিযোগ তুলে সবাইকে চমকে দিয়েছেন।
রানির দাবি, সঞ্জয়ের (Sanjay Kapur) মৃত্যু স্বাভাবিক ছিল না। তাঁকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেছেন, মৃত্যুর আগেই তাঁকে কিছু গুরুত্বপূর্ণ কাগজে জোর করে সই করানো হয়েছে, যার পর থেকেই নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুযোগও হারিয়েছেন তিনি। এই অভিযোগ নতুন করে সঞ্জয়ের মৃত্যু ঘিরে রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।
এদিকে, বলিউডে কানাঘুষো চলছে যে করিশ্মা কাপুরও এই বিপুল সম্পত্তির ওপর অধিকার দাবি করতে চলেছেন। যদিও তাঁর পক্ষ থেকে এই নিয়ে কোনও সরকারি বিবৃতি এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি।
প্রথমদিকে শোনা গিয়েছিল, সঞ্জয়ের এবং করিশ্মার মেয়ে সামাইরা কাপুর পিতার কোম্পানি ‘সোনা কমস্টার’-এর দায়িত্ব নিতে পারেন। কিন্তু বাস্তবে সেই দায়িত্ব বর্তেছে সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া কাপুরের কাঁধে, যেহেতু তাঁদের দুই সন্তান এখনও অপ্রাপ্তবয়স্ক।
তবে এখানেই শেষ নয়। করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পর সঞ্জয় তাঁর দুই সন্তান সামাইরা ও কিয়ান-এর ভবিষ্যৎ শিক্ষার জন্য ১৪ কোটি টাকার একটি বন্ড কিনেছিলেন। এখন প্রশ্ন উঠছে—এই বন্ড ও সম্পত্তির ভাগ কে পাবে, কীভাবে পাবে, এবং আদৌ পাবে কিনা? এই সমস্ত বিষয় এখনো আইনি ধোঁয়াশায় ঘেরা।
সঞ্জয়ের মৃত্যু একদিকে যেমন এক বিশিষ্ট শিল্পপতির আকস্মিক প্রস্থান, তেমনই তাঁর বিশাল সম্পত্তি ঘিরে যে রাজনৈতিক ও পারিবারিক নাটক চলছে, তা এখন বি-টাউনের অন্যতম আলোচিত বিষয়।