দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর জীবনের একটি অপ্রচলিত ও বিষাক্ত সম্পর্কের কথা স্বীকার করেছেন (Samantha Ruth Prabhu)। তবে অবাক করার মতো বিষয় হলো, এটি তাঁর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্ক নয়—এই বিষাক্ত সম্পর্কটি ছিল তাঁর মোবাইল ফোনের সঙ্গে।
সামান্থা (Samantha Ruth Prabhu) জানিয়েছেন, কিছু সময় আগে তিনি তাঁর জীবনের রুটিনে অনেক ইতিবাচক পরিবর্তন আনেন এবং সে সব নিয়ে বেশ খুশিও ছিলেন। কিন্তু একটি জিনিস তিনি (Samantha Ruth Prabhu) নিয়ন্ত্রণ করতে পারছিলেন না—সেটি হলো তাঁর ফোনের প্রতি আসক্তি। এই আসক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে তাঁর দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছিল।
ETimes-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি (Samantha Ruth Prabhu) বলেন, “আমি আমার জীবনে অনেক পরিবর্তন এনেছিলাম এবং নতুন রুটিনে আমি খুব খুশি ছিলাম। কিন্তু আমি ফোন ছাড়া থাকতে পারছিলাম না। এটা যেন একটা বিষাক্ত সম্পর্ক হয়ে দাঁড়িয়েছিল। বারবার ফোনে যাওয়া, আর মনে হচ্ছিল এটা জরুরি, এটা কাজের জন্য প্রয়োজন—এই ভ্রান্ত ধারণা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল।”
এই অবস্থার থেকে নিজেকে মুক্ত করতে সামান্থা (Samantha Ruth Prabhu) একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। তিনি তিন দিনের জন্য একটি ‘সাইলেন্ট রিট্রিট’-এ যান, যেখানে না ছিল ফোন, না ছিল কোনো ধরনের যোগাযোগ, না চোখে চোখ রাখার অনুমতি, না পড়াশোনা, না লেখালেখি—একেবারে কোনো রকম মানসিক উদ্দীপনাই ছিল না। অভিনেত্রীর ভাষায়, “আপনার মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হয়ে আসে।”
এই স্বীকারোক্তি এমন এক সময়ে এসেছে যখন সামান্থা ও পরিচালক রাজ নিদিমোরুর মধ্যে প্রেমের গুঞ্জন তুঙ্গে। যদিও দু’জনেই তাঁদের সম্পর্ক নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি, তবে নেটিজেনদের বিশ্বাস তাঁরা একে অপরের প্রেমে পড়েছেন।
অন্যদিকে পেশাগত জীবনে সামান্থাকে সর্বশেষ দেখা গেছে ‘Citadel: Honey Bunny’ সিরিজে, যেখানে তিনি ছিলেন বরুণ ধাওয়ানের বিপরীতে। যদিও এই শোটি দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছিল, তবে সাম্প্রতিক খবরে জানা গেছে যে, এর দ্বিতীয় সিজন আর হচ্ছে না। প্রসঙ্গত, এটি প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেন অভিনীত আন্তর্জাতিক সিরিজ ‘Citadel’-এর ভারতীয় স্পিন-অফ।