Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ৪৫ দিনের লাদাখ অভিযান, ভারী একশন, কেমন ছিল সলমনের শুটিং অভিজ্ঞতা?
বিনোদন

৪৫ দিনের লাদাখ অভিযান, ভারী একশন, কেমন ছিল সলমনের শুটিং অভিজ্ঞতা?

salman khan
Email :3

সলমন খানের (Salman Khan) অ্যাকশন ছবির নতুন হিট ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং লাদাখের দুর্গম অঞ্চলে শেষ হয়েছে। ছবির প্রথম অংশের শুটিং সাফল্যের সঙ্গে শেষ করার পর এখন শুরু হয়েছে মুম্বইয়ে দ্বিতীয় অংশের শুটিং। লাদাখে শুটিং চলাকালীন ভাইজান (Salman Khan) গুরুতর চোট পান, তবে কাজের প্রতি দায়বদ্ধতা দেখিয়ে তিনি শুটিং সম্পূর্ণ করেছেন।

এই ছবির শুটিং লাদাখের প্রতিকূল আবহাওয়ায় মোট ৪৫ দিন ধরে চলেছে, যার মধ্যে ১৫ দিন ছিল সলমন খানের (Salman Khan) অংশের শুটিং। শরীরে চোট থাকা সত্ত্বেও লাদাখের শুটিং শেষ করে আপাতত তিনি মুম্বইয়ে (Salman Khan) বিরতি নিচ্ছেন। শোনা যাচ্ছে, সম্পূর্ণ সুস্থ হয়ে মুম্বইয়ে ছবির দ্বিতীয় অংশের শুটিং শুরু করবেন ভাইজান।

পরিচালক অপূর্ব লাখিয়া শুটিং সংক্রান্ত নানা আপডেট ইতিমধ্যেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। শুটিং চলাকালীন ক্যামেরার নেপথ্য দৃশ্যেও দেখা গেছে কতটা কঠোর পরিশ্রম করেছেন সলমন। বিশেষত ২০২০ সালে গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ছবিতে সলমন খান কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে, যিনি ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন।

ছবিতে জওয়ানের চরিত্রের জন্য ভাইজান আগেই কড়া হোমওয়ার্ক করেছেন। তিনি নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরিয়েছেন, পরিবর্তন এনেছেন রোজকার খাদ্যাভ্যাসেও। এই কঠোর প্রস্তুতির পরই তিনি বড়পর্দায় নতুন রূপে হাজির হচ্ছেন। দর্শকরা এখন অপেক্ষা করছেন এক অবিস্মরণীয় অ্যাকশন এক্সপেরিয়েন্সের জন্য।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts