Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • নকল ভিডিয়োতে কেরিয়ার শেষ? সাহেব জানিয়ে দিলেন—‘আমি ছিলাম, আছি, থাকব!’
বিনোদন

নকল ভিডিয়োতে কেরিয়ার শেষ? সাহেব জানিয়ে দিলেন—‘আমি ছিলাম, আছি, থাকব!’

saheb bhatta
Email :9

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি আপত্তিকর ভিডিয়ো ঘিরে চর্চার কেন্দ্রে চলে এসেছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য (saheb bhattacharya)। ভিডিয়োটিতে রয়েছে যৌনতার ইঙ্গিত এবং অনেকের সন্দেহ ছিল, এটি সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে অভিনেতাকে হেয় করার উদ্দেশ্যে। অবশেষে নীরবতা ভেঙে এই ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করলেন সাহেব (saheb bhattacharya)।

সাহেব (saheb bhattacharya) জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন এবং তদন্ত শুরু হয়েছে। একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইতিমধ্যে ব্লক করে দেওয়া হয়েছে এবং দোষীদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাহেব (saheb bhattacharya) বলেন, “আমি কোনওদিনই সস্তার পাবলিসিটিতে বিশ্বাস করিনি। দীর্ঘ দুই দশকের কেরিয়ারে আমার কোনও বদনাম নেই, কোনও পুলিশ কেস নেই, কোনও রাজনৈতিক দলের ছায়াতলে চলিনি। আমি শুধু মন দিয়ে কাজ করি এবং বাড়ি ফিরে যাই। আজ যখন ভালো কাজ করছি, তখন হিংসুক কিছু মানুষের শিকার হচ্ছি।”

তিনি (saheb bhattacharya) আরও বলেন, “যে ভিডিয়োটা ভাইরাল হয়েছে, সেটা এআই দিয়ে তৈরি। আমি জানি এটা কারা করছে, আর সাইবার সেলও সেই দিকেই এগোচ্ছে। আমার অনুরাগীরা পাশে আছেন, ওঁদের জন্যই এত সাহস নিয়ে দাঁড়াতে পারছি। একটা নকল ভিডিয়ো আমার ২০ বছরের কর্মজীবনকে নষ্ট করতে পারবে না। আমি ছিলাম, আছি, থাকব—এইভাবে আমাকে দমিয়ে রাখা যাবে না।”

এই ঘটনায় সাহেবের কেরিয়ারে কোনও প্রভাব পড়েনি বলেই স্পষ্ট। বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’-তে অভিনেত্রী সুস্মিতা দে-র বিপরীতে অভিনয় করছেন তিনি, এবং তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন জয় করেছে। পাশাপাশি এই সপ্তাহেই মুক্তি পাচ্ছে সাহেব অভিনীত নতুন বাংলা ছবি ‘তবুও ভালোবাসি’। ব্যক্তিগত জীবনে সাহেব ও সুস্মিতার বন্ধুত্বও টেলিপাড়ায় নজর কেড়েছে।

সোশ্যাল মিডিয়ার মিথ্যে প্রোপাগান্ডার জবাব এক কথায় দিয়ে দিলেন সাহেব—”এভাবে ভাঙা যাবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts