এই সিরিজটির (Sonar Kella) অধিকাংশ অংশ শ্যুট হয়েছে রাজস্থানের জয়সলমিরে—সেই ঐতিহাসিক কেল্লায়, যেখানে আজ থেকে ঠিক ৫০ বছর আগে সোনার কেল্লা (Sonar Kella) ছবির শ্যুটিং করেছিলেন সত্যজিৎ রায়। সিরিজটির গল্প (Sonar Kella) এখনও গোপন রাখা হয়েছে, তবে জানা গিয়েছে এটি একটি পুরোদস্তুর থ্রিলার হতে চলেছে। পরিচালক রিঙ্গোর সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।
দীর্ঘদিন পর আবার পর্দায় ফিরছেন সব্যসাচী চৌধুরী, যা তাঁর অনুরাগীদের কাছে নিঃসন্দেহে বড় খবর। তাঁর সঙ্গে এই সিরিজে থাকছেন অভিনেতা দেবতনু, অভিনেত্রী অমৃতা দেবনাথ এবং আরও বেশ কিছু নতুন মুখ।
যদিও প্রযোজনা সংস্থার তরফে এখনই আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে বর্তমান ইঙ্গিতগুলি বলছে, ওটিটি পর্দায় আসতে চলেছে একটি রহস্যময়, রোমাঞ্চে ভরা চমকপ্রদ সিরিজ—স্মরণে সোনার কেল্লা।