Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • সিনেমা হলে জুতো খুলে চড়াও! বলিউড প্রযোজকের বিরুদ্ধে ২৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ!
বিনোদন

সিনেমা হলে জুতো খুলে চড়াও! বলিউড প্রযোজকের বিরুদ্ধে ২৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ!

ruchi rajjar
Email :2

এক দিকে হিন্দি ক্রাইম থ্রিলার ‘সো লং ভ্যালি’-র জমকালো প্রিমিয়ার, অন্য দিকে ক্যামেরার সামনে সরাসরি ‘জুতো কাণ্ড’! বলিউডের বুকে নতুন বিতর্ক উসকে দিলেন মডেল-অভিনেত্রী রুচি গুজ্জর (Ruchi Gujjar)। অভিযোগ, ২৫ লক্ষ টাকা জালিয়াতি করে তাঁর সঙ্গে প্রতারণা করেছেন ছবির প্রযোজক করণ সিং চৌহান ও মান সিং। আর সেই ক্ষোভেই মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহে ছবির প্রিমিয়ারে এসে প্রকাশ্যে বিক্ষোভ দেখালেন অভিনেত্রী (Ruchi Gujjar) —জুতো খুলে প্রযোজকের দিকে তেড়ে গেলেন রুচি! মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই দৃশ্যের ভিডিও।

এই ঘটনার পর চারদিকেই চাঞ্চল্য ছড়িয়েছে। রুচির (Ruchi Gujjar) দাবি, করণ সিং চৌহানের প্রলোভনে পড়ে তিনি তাঁর কষ্টার্জিত টাকা দিয়েছিলেন। কথা ছিল, তাঁকে নিয়ে সোনি টিভিতে একটি রিয়ালিটি শো বানানো হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। উলটে রুচির দেওয়া টাকা খরচ করে বানানো হয়েছে এই ‘সো লং ভ্যালি’ সিনেমা, যেটি এখন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

রুচির (Ruchi Gujjar) কথায়, শুধু প্রতারণাই নয়, মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। তাঁর মতে, করণ এবং বাকি প্রযোজকেরা তাঁকে সম্পূর্ণ ভাবে ঠকিয়েছেন। আর সেই ক্ষোভেই তিনি ওই ছবির প্রিমিয়ারে উপস্থিত হন একদল সমর্থক নিয়ে, যাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড এবং প্রতিবাদী স্লোগান।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই করণ সিংয়ের বিরুদ্ধে রুচি গুজ্জর মুম্বইয়ের আম্বোলি থানায় এফআইআর দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ, করণ এককালীন ২৩ লক্ষ টাকা নিয়েছিলেন রুচির কাছ থেকে, এবং তা ফেরত দেননি। অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী টিভি শো বানানো তো হয়নি-ই, টাকা নিয়েও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন প্রযোজক।

এই মুহূর্তে ‘সো লং ভ্যালি’-র তিন প্রযোজক—মান সিং, করণ সিং এবং মহসিন খানের মধ্যে করণের নামই মূল এফআইআরে রয়েছে। মান সিং শুধু প্রযোজকই নন, এই ছবির কাহিনিকারও বটে। তাঁকেও ঘিরে ক্ষোভ ঝাড়তে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই বিতর্কে ছবির প্রচারও হঠাৎ করেই পেয়েছে আলাদা মাত্রা। এখন দেখার, আইনি লড়াই কোন দিকে এগোয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts