ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী এবং সারা দেশজুড়ে জনপ্রিয় গায়ক পবনদীপ রাজন সোমবার ভোররাতে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার (Road Accident) শিকার হন। ঘটনা ঘটে আহমেদাবাদে, ৫ মে ভোররাতে প্রায় ৩টা ৪০ মিনিট নাগাদ (Road Accident)। দুর্ঘটনায় (Road Accident) গায়ক গুরুতরভাবে আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তাঁর চিকিৎসার (Road Accident) একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা দেখে উদ্বিগ্ন ভক্তমহল।
ভিডিওতে দেখা যাচ্ছে, পবনদীপের বাঁ পায়ে এবং ডান হাতে চোট লেগেছে। গায়কের কষ্টে কুঁকড়ে যাওয়া মুখ দেখে বোঝা যাচ্ছে, শারীরিক অবস্থা মোটেই স্থিতিশীল নয়। যদিও এখনও দুর্ঘটনার সঠিক কারণ এবং তাঁর বর্তমান মেডিকেল আপডেট জানা যায়নি, তবে ভিডিও দেখে উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে।
সোশ্যাল মিডিয়ায় পবনদীপের সুস্থতা কামনায় প্রার্থনার বন্যা বয়ে যাচ্ছে। অনুরাগীরা বলছেন, ‘পবনদীপ শুধুই একজন গায়ক নন, আমাদের অনুপ্রেরণা। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে এসো।’
পবনদীপ রাজন ২০২১ সালে ইন্ডিয়ান আইডল সিজন ১২ জিতে ছিলেন। তাঁর প্রাণবন্ত কণ্ঠ, বিভিন্ন ঘরানার গান গাওয়ার দক্ষতা এবং মঞ্চমাতানো উপস্থিতি তাঁকে এনে দিয়েছিল শ্রোতাদের ভালোবাসা এবং সেরা প্রতিযোগীর খেতাব। ফাইনালে তিনি অরুণিতা কাঞ্জিলাল, মহম্মদ দানিশ, সায়লি কাম্বলে, নিহাল টাউরো এবং শানমুখা প্রিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছিলেন একটি বিলাসবহুল গাড়ি এবং নগদ ২৫ লক্ষ টাকা।