কাদম্বিনী দেবীর পর ফের একবার এক ঐতিহাসিক নারীকে (Rani Bhavani) ঘিরে টেলিভিশনে শুরু হল দ্বৈত লড়াই! এবার সেই বিতর্কের কেন্দ্রে রাজরাজেশ্বরী রানী ভবানী (Rani Bhavani) ।
৪ মে রবিবার রাতে জি বাংলা প্রথম ঘোষণা করে নতুন ধারাবাহিক ‘রাণী ভবানী’-র (Rani Bhavani) কথা। ‘রাণী রাসমণির পর, বাংলার আর এক মহীয়সী নারীর কাহিনি এবার জি বাংলায়’— এমন বার্তা দিয়ে টিজার ভিডিও শেয়ার করা হয় চ্যানেলের তরফে (Rani Bhavani) । যদিও এখনও মুখ্য চরিত্রে কে থাকছেন, বা কবে থেকে ধারাবাহিক শুরু হবে, তা স্পষ্ট করা হয়নি (Rani Bhavani) ।
আর ঠিক তার পরের দিনই পাল্টা ঘোষণা স্টার জলসার। ‘নাটোরের রানি ভবানী’-র নামেই প্রকাশ পেল তাদের নতুন ধারাবাহিকের প্রোমো। সেখানে ভবানীর জয়ধ্বনি চলাকালীন শোনা গেল এক কণ্ঠস্বর— “মা ভবানীর আশীর্বাদে এক সাধারণ মেয়ের দুঃসাহসিক যাত্রার গল্প। সে আর কেউ নয়, রাজ রাজেশ্বরী রানী ভবানী।”
এই ‘টেলিভিশন যুদ্ধে’ হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন, “এই শুনেই বুঝি সিনেমা হতে চলেছে, তাই চ্যানেলদুটো হুড়োহুড়ি করে সিরিয়াল বানিয়ে ফেলল।” কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, “আবার সেই কাদম্বিনীর মতো কপি-পেস্ট কাহিনি!” কেউ কেউ স্টার জলসাকে সরাসরি ‘কপি পেস্ট ঝলসা’ বলেও সম্বোধন করেছেন।
অবশ্য দর্শকদের লাভই এখন বড় কথা— দুই চ্যানেলেই আসছে ঐতিহাসিক রানি ভবানীর অনবদ্য কাহিনি, যেটা কে কতটা ভালোভাবে তুলে ধরতে পারে, এখন সেটাই দেখার।