Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • শান্ত দীপিকা? রণবীর কাপুর ফাঁস করলেন এমন এক ঘটনা, যা শুনে হতবাক সবাই!
বিনোদন

শান্ত দীপিকা? রণবীর কাপুর ফাঁস করলেন এমন এক ঘটনা, যা শুনে হতবাক সবাই!

ranbir and deepika
Email :9

দীপিকা পাড়ুকোন বরাবরই এক ধীর-স্থির ও শান্ত অভিনেত্রী হিসেবেই নিজেকে উপস্থাপন করেছেন নানা অনুষ্ঠানে ও সাক্ষাৎকারে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রণবীর কাপুরের একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়ে ফের চর্চায় উঠে এসেছে দীপিকার এক অন্যরকম দিক (Ranbir Kapoor)।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর কাপুর (Ranbir Kapoor) এক মজার স্মৃতিচারণা করছেন দীপিকাকে নিয়ে। এক প্রশ্নের উত্তরে দীপিকা রণবীরকে (Ranbir Kapoor) থামাতে চেষ্টা করেন, বলে ওঠেন, “আমি কিন্তু সব বলে দেব।” কিন্তু রণবীর মোটেও বিচলিত না হয়ে পাল্টা বলেন, “দীপিকাকে কে-ই বা থামাচ্ছে!” তারপর তিনি বলেন, “একদিন দীপিকা ফোনে কিছু অর্ডার করছিল। আমি ওঁকে খুনসুটি করে বিরক্ত করছিলাম। তাতে হঠাৎ করে দীপিকা ফোনটা ফেলে একেবারে ভেঙে দেয়। ওর এই রাগী দিকটা কিন্তু খুব কম মানুষ জানেন।”

দীপিকা পাশে বসেই হাসতে হাসতে স্বীকার করেন যে, সেদিন রণবীর(Ranbir Kapoor) তাঁকে খুব বিরক্ত করেছিলেন বলেই এমনটা করেছিলেন। শুধু তা-ই নয়, সেই সাক্ষাৎকারে দীপিকা আরও বলেন, “রণবীরের মধ্যে কোনও আবেগ ছিল না।” এমনকি এই সম্পর্কের অভিজ্ঞতা তাঁর কাছে খুব একটা সুখকর ছিল না বলেই শেষমেশ তাঁদের বিচ্ছেদ ঘটে।

সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের জীবন অনেক দূর এগিয়েছে। রণবীর কাপুর(Ranbir Kapoor) বর্তমানে আলিয়া ভাটের সঙ্গে সুখের দাম্পত্য জীবন কাটাচ্ছেন, অন্যদিকে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাঁদের কন্যাসন্তানকে নিয়ে ব্যস্ত।

এই ভাইরাল হওয়া সাক্ষাৎকারেই রণবীর আরও মজার একটি কথা ফাঁস করেছিলেন— দীপিকার মশলা দোসার প্রতি অদম্য ভালোবাসা নিয়ে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts