অবশেষে আসছে সেই সুখবর! বলিউডের সবচেয়ে প্রিয় জুটিদের মধ্যে এক, রাজকুমার রাও (Rajkumar Rao) ও পত্রলেখা এবার পা রাখতে চলেছেন জীবনের এক নতুন অধ্যায়ে — আসছে তাঁদের প্রথম সন্তান!
ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে এই সুখবর ভাগ করে নিলেন রাজকুমার (Rajkumar Rao) ও পত্রলেখা। পোস্টটিতে দেখা যায়, নরম প্যাস্টেল রঙের ব্যাকগ্রাউন্ডে একটি ফুলের মালা ও একটি ছোট্ট দোলনার ছবি, যার মাঝে লেখা — “Baby on the way”। নিচে লেখা দু’জনের নাম — “Patralekhaa & Rajkummar”। ক্যাপশনে রাজকুমার (Rajkumar Rao) লিখেছেন শুধুই একটি শব্দ — “Elated”, যা বুঝিয়ে দেয় তাঁদের অনুভবের গভীরতা।
এই জুটির প্রেমকাহিনি বলিউডের অন্যতম সেরা প্রেমগাথা হিসেবে ধরা হয়। এক দশকেরও বেশি আগে তাঁদের প্রথম দেখা, আর তখন থেকেই শুরু হয় তাঁদের মনের বন্ধন। রাজকুমার (Rajkumar Rao) একাধিকবার জানিয়েছেন, একটি বিজ্ঞাপনেই প্রথম পত্রলেখাকে দেখেই বুঝে গিয়েছিলেন — তিনিই তাঁর ভবিষ্যৎ। ২০১৪ সালে ‘সিটিলাইটস’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় তাঁদের সম্পর্ক আরও গভীর হয়।
২০২১ সালের অক্টোবরে রাজকুমার (Rajkumar Rao) পত্রলেখাকে প্রোপোজ করেন এক ঘরোয়া অনুষ্ঠানে। পরের মাসেই, ১৫ নভেম্বর চণ্ডীগড়ে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। বিয়ের দিন পত্রলেখার পরনে ছিল লাল শাড়ি, আর তাঁর ওড়নায় লেখা ছিল একটি বাংলা কবিতা — যা ভাইরাল হয়েছিল সেই সময়। রাজকুমার ছিলেন হালকা রঙের ঐতিহ্যবাহী পোশাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার জানান, পত্রলেখা কীভাবে মুম্বই শহরে তাঁকে কখনও একা বোধ করতে দেননি। তিনি বলেন, “এই শহরে অনেক সময় আপনি খুব একা অনুভব করেন, বিশেষ করে যখন আপনি বাইরের কেউ হয়ে এখানে অভিনয়ের স্বপ্ন নিয়ে আসেন। কিন্তু আমি খুব ভাগ্যবান যে, ২০১০ সালে যখন ক্যারিয়ার শুরু করলাম, তখনই পত্রলেখাকে পেয়েছিলাম। ১৫ বছরের সম্পর্ক, ১১ বছর প্রেম আর ৩ বছরের দাম্পত্য। ও আমাকে সবসময় মাটিতে পা রাখিয়ে রেখেছে, আর আমার সবচেয়ে বড় শক্তি হয়ে থেকেছে।”
রাজকুমার (Rajkumar Rao) এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘মালিক’-এর প্রচারে, যা ১১ জুলাই মুক্তি পাচ্ছে। পুলকিত পরিচালিত এই ছবিতে উত্তর ভারতের রাজনৈতিক জটিলতা, ক্ষমতা ও বিশ্বাসঘাতকতার গল্প উঠে আসবে। এখানে রাজকুমারকে দেখা যাবে এক নির্মম গ্যাংস্টারের ভূমিকায়, যা তাঁর কেরিয়ারের অন্যতম শক্তিশালী চরিত্র হতে চলেছে বলে মনে করছেন অনেকে। এই ছবিতে রয়েছেন মনুষি ছিল্লারও।
অন্যদিকে, পত্রলেখা শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ‘ফুলে’ ছবিতে।