Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে শেষ নিঃশ্বাস প্রিয়ার, সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া
বিনোদন

ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে শেষ নিঃশ্বাস প্রিয়ার, সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া

priya marathe
Email :19

টেলিভিশনের পরিচিত মুখ, অভিনেত্রী প্রিয়া মারাঠে (Priya Marathe) আর আমাদের সঙ্গে নেই। মাত্র ৩৮ বছর বয়সে প্রিয়া রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘ এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে গিয়েছেন তিনি (Priya Marathe), তবে শেষ পর্যন্ত মারণ রোগ তাঁকে হার মানিয়েছে।

প্রিয়া (Priya Marathe) মারাঠে হিন্দি ও মারাঠি সিরিয়ালের মাধ্যমে ঘরে ঘরে পরিচিত। ‘কসম সে’, ‘পবিত্র রিশতা’, ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায়’, ‘ভাগে রে মন’, ‘জয়স্তুত’ এবং ‘ভারত কে বীর পুত্র-মহারাণা প্রতাপ’-এর মতো সিরিয়ালগুলোতে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। মারাঠি সিরিয়াল ‘ইয়া সুখানোয়া’ এবং ‘চার দিবস সাসুছে’ তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল।

২০০৮ সালে হিন্দি ছবি ‘হমনে জিনা শিখ লিয়া’-তেও (Priya Marathe) দেখা গিয়েছিল প্রিয়াকে। মারাঠি ছবিতে ‘তি আনি ইতর’-এও কাজ করেছেন। বিভিন্ন সহঅভিনেতা ও পরিচালকদের সঙ্গে মিলেমিশে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি (Priya Marathe)।

প্রিয়াকে সামাজিক মাধ্যমে প্রায়শই দেখা যেত তাঁর পুজো, ভ্রমণ এবং ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করতে। তবে দীর্ঘ কিছুদিন অনুপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর মৃত্যুতে পরিবার, বন্ধু ও সহকর্মীরা শোকে কাতর।

প্রিয়াকে তাঁর সহকর্মী এবং সহঅভিনেত্রীরা স্মরণ করছেন উষ্ণ শ্রদ্ধা ও মধুর স্মৃতিতে। ‘পবিত্র রিশতা’-র সহঅভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রয়াণের সময়ও প্রিয়া শোকাহত হয়েছিলেন।

প্রিয়ার ব্যক্তিগত জীবনেও সুখ-দুঃখের মিশ্রণ ছিল। ২০১২ সালে অভিনেতা শান্তনু মোঘের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বামীর সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করতেন সোশ্যাল মিডিয়ায়, তবে সম্প্রতি কিছুদিন ধরে সেখানে ছিলেন অনুপস্থিত।

প্রিয়ার মৃত্যুতে টেলিভিশন ও সিনেমা জগতে শোকের ছায়া নেমে এসেছে। প্রাণোচ্ছ্বল ও বন্ধুত্বপূর্ণ চরিত্রের জন্য অনুরাগীরা তাঁকে চিরস্মরণীয় মনে রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts