ভারতের অন্যতম জনপ্রিয় ও প্রশংসিত ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর (Panchayat 5) চতুর্থ সিজন সম্প্রতি মুক্তি পেয়েছে। এই ওয়েব সিরিজের অনন্য সরলতা, গ্রামবাংলার আবহ এবং সম্পর্কের আন্তরিকতা দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছে। তবে প্রতি সিজনের (Panchayat ) সঙ্গে বাড়ছে দর্শকদের প্রত্যাশাও। এই চাপের কথাই জানালেন সিরিজের প্রধান চিত্রনাট্যকার চন্দন কুমার।
ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে চন্দন বলেন, “যত বেশি সিজন করছি, ততই বাড়ছে দর্শকদের প্রত্যাশা। এটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং (Panchayat ) । আমরা কখনওই চেষ্টা করি না একেবারে হঠাৎ করে কিছু করতে। সব গল্প যেন পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, সে দিকটা আমরা বিশেষভাবে খেয়াল রাখি।”
তিনি আরও জানান, ‘পঞ্চায়েত ৪’-এ (Panchayat ) রাজনীতির তীব্রতা কিছুটা বেড়েছে, গল্পে এসেছে টানটান উত্তেজনা, কিন্তু ফুলেরা গ্রামের প্রাণ ও স্নিগ্ধতা আগের মতোই রয়েছে। সিরিজের প্রতি পর্বই (Panchayat ) যেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি—এই মাটির টানই তো ‘পঞ্চায়েত’-এর আসল শক্তি।
চন্দন জানান, “তৃতীয় সিজনের প্রতিক্রিয়া যখন আসতে শুরু করেছিল, তখনই আমরা চতুর্থ সিজনের প্রায় অর্ধেক শ্যুটিং শেষ করে ফেলেছিলাম। তাই দর্শকদের মতামত আমাদের খুব একটা অবাক করেনি। আর এই মুহূর্তে যখন পঞ্চায়েত ৪ মুক্তি পাচ্ছে, আমরা ইতোমধ্যেই পঞ্চায়েত ৫-এর চিত্রনাট্য ও পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছি।”
তিনি দৃঢ়ভাবে বলেন, “দর্শকদের ভালোবাসাকে আমরা কখনোই অবহেলা করি না। প্রতিটি সিদ্ধান্তই আমরা নিই আমাদের তৈরি করা জগৎ এবং সেই জগতের মানুষের কথা মাথায় রেখে।”
পঞ্চায়েত সিজন ৪ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কারও মতে সিরিজ আগের মত আবেগী থাকলেও কিছু অংশে গল্পের গতি কিছুটা ধীর। তবে একটায় সকলের মত—‘পঞ্চায়েত’ এখনও অনেকটাই আলাদা, অনেকটাই বাস্তব।