পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঘোটকি জেলায় রহস্যজনকভাবে মৃত অবস্থায় উদ্ধার হলেন জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর (Pakistani Content Creator) সুমিরা রাজপুত। প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ—জোর করে বিয়ে দেওয়ার চাপের মধ্যে বিষ খাইয়ে তাঁকে খুন করা হয়েছে বলে আশঙ্কা।
ঘটনার কেন্দ্রে রয়েছেন সুমিরার (Pakistani Content Creator) মাত্র ১৫ বছরের মেয়ে, যিনি নিজেও একজন টিকটক তারকা। গণমাধ্যমে তিনি জানান, “আমার মাকে কিছু লোক জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। ওরা মাকে বিষাক্ত ট্যাবলেট খাইয়ে মেরে ফেলেছে।” এই বয়ান ঘিরেই তদন্তে গতি আসে।
স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় জড়িত সন্দেহে বাবু রাজপুত ও মোহাম্মদ ইমরান নামে দু’জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ (Pakistani Content Creator)। ঘোটকির সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (SSP) মুহাম্মদ আনোয়ার খেতরান জানিয়েছেন, ময়নাতদন্তে সুমিরার দেহে বিষক্রিয়ার প্রমাণ মিলেছে। তবে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি বলেই জানানো হয়েছে পুলিশের তরফে।
৫৮ হাজার ফলোয়ার ও ১০ লক্ষের বেশি লাইক থাকা সুমিরার আকস্মিক মৃত্যুতে পাকিস্তানে মহিলাদের উপর নির্যাতনের চিত্র ফের একবার প্রকাশ্যে এল।
এর আগে, গত মাসেই ইসলামাবাদে ১৭ বছরের আরেক টিকটক তারকা সানা ইউসুফকেও গুলি করে খুন করা হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্ত উমর হায়াতকে দ্রুত গ্রেফতার করলেও, পরপর এমন ঘটনার ফলে পাকিস্তানে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ চরমে পৌঁছেছে।
সুমিরার মৃত্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। বহু মানুষ প্রশ্ন তুলছেন, সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করার ‘অপরাধে’ কেন একের পর এক তরুণীকে প্রাণ দিতে হচ্ছে?