Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • দেশ জ্বলছে, ছবিতে পাকিস্তানি অভিনেত্রী! দিলজিতদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে নেটদুনিয়া!
বিনোদন

দেশ জ্বলছে, ছবিতে পাকিস্তানি অভিনেত্রী! দিলজিতদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে নেটদুনিয়া!

hania amir and diljit
Email :13

দিলজিৎ দোশাঞ্জ অভিনীত ‘সরদারজি ৩’ ছবির নির্মাতারা বুধবার এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন যে, পাকিস্তানি অভিনেত্রী (Pakistani Actress) হানিয়া আমিরকে ছবিতে সাইন করানো হয়েছিল পাহেলগামে জঙ্গি হামলার অনেক আগে। একই সঙ্গে তারা এটাও জানিয়েছেন, ভারত-পাকিস্তান উত্তেজনার আগে ছবির শ্যুটিং সম্পূর্ণ হয়ে গিয়েছিল।

প্রযোজক সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, “এটি সকলকে জানাতে চাই যে, ‘সরদারজি ৩’ (Pakistani Actress) ছবির শ্যুটিং সেই সময়েই শেষ হয়ে যায়, যখন পরিস্থিতি এরকম ছিল না। পাহেলগামের জঙ্গি হামলার পরে কোনও পাকিস্তানি শিল্পীকে (Pakistani Actress) এই ছবির সঙ্গে যুক্ত করা হয়নি।”

তারা আরও জানান, দেশের সংবেদনশীল পরিস্থিতির কথা মাথায় রেখেই ভারতে এই ছবির মুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা এই কঠিন সময়ে আমাদের দেশ এবং দেশের মানুষের পাশে আছি। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারতে এই ছবির কোনও প্রচার বা মুক্তি হবে না।”

‘সরদারজি ৩’-এর ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই শুরু হয় প্রবল সমালোচনা। নেটদুনিয়ায় ছবির বিরুদ্ধে শুরু হয় ক্ষোভের ঝড়। অনেকেই অভিযোগ তোলেন, এমন পরিস্থিতিতে পাকিস্তানি অভিনেত্রীকে নিয়ে কাজ করা উচিত হয়নি।

প্রসঙ্গত, এই পাঞ্জাবি ছবিটি বিদেশে মুক্তির ঘোষণা করা হয়েছে ২৭ জুন।

এরই মধ্যে, ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে দিলজিৎ দোশাঞ্জ এবং ছবির নির্মাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। এমনকি, তাদের পাসপোর্ট এবং নাগরিকত্ব বাতিল করার দাবিও তোলা হয়।

বিখ্যাত গায়ক মিকা সিং, বি প্রাক সহ বহু বলিউড সেলিব্রিটি ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ছবির নির্মাতাদের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেন। হানিয়া আমিরকে কাস্ট করা এবং এমন সময়ে ছবির মুক্তির পরিকল্পনা—এই দুই বিষয় নিয়েই বিরক্তি প্রকাশ করেন অনেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts