Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “নয় মাস ধরে পচে যাচ্ছিল দেহ, কেউ জানল না!”—পাকিস্তানি অভিনেত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ফ্ল্যাট থেকে মিলল হাড়হিম করা দৃশ্য!
বিনোদন

“নয় মাস ধরে পচে যাচ্ছিল দেহ, কেউ জানল না!”—পাকিস্তানি অভিনেত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ফ্ল্যাট থেকে মিলল হাড়হিম করা দৃশ্য!

pakistan actress
Email :21

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী (Pakistani Actress) হুমায়রা আসগর আলিকে করাচির নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হল মৃত অবস্থায়। মৃতদেহের অবস্থা দেখে পুলিশ জানিয়েছে, তাঁর মৃত্যু হয়েছে অন্তত নয় মাস আগে—অক্টোবর ২০২৪-এ। এই চাঞ্চল্যকর ঘটনা সামনে আসতেই স্তব্ধ বিনোদন দুনিয়া (Pakistani Actress)।

ঘটনার সূত্রপাত অভিনেত্রীর (Pakistani Actress) বাড়িওয়ালার অভিযোগ থেকে। দীর্ঘদিন ধরে ভাড়া না মেটানোয় তিনি পুলিশের দ্বারস্থ হন। এরপর পুলিশ করাচির ওই অ্যাপার্টমেন্টে গিয়ে যা দেখে, তাতে তারা শিউরে ওঠে। ঘরের ভিতরে মিলেছে পচাগলা মৃতদেহ (Pakistani Actress)।

আরব নিউজের এক প্রতিবেদনে জানা গিয়েছে, হুমায়রার দেহ ছিল চরমভাবে পচনধরা। তদন্তকারীরা মনে করছেন, তিনি মারা যান শেষ ইউটিলিটি বিল মেটানোর কিছুদিন পর, যখন অক্টোবরে তাঁর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় (Pakistani Actress)। অর্থাৎ, মৃত্যুর সময় তিনি ছিলেন একেবারে নিঃসঙ্গ, বিচ্ছিন্ন।

ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সৈয়দ আসাদ রাজা জানিয়েছেন, হুমায়রার মোবাইলের কল ডিটেল রেকর্ড অনুযায়ী, শেষ কলটি হয়েছিল অক্টোবরে (Pakistani Actress)। এই তথ্য পোস্টমর্টেম রিপোর্টের সঙ্গেও মিলে গেছে, যেখানে বলা হয়েছিল তিনি এক মাসের বেশি সময় আগে মারা গিয়েছেন।

এই ঘটনার পর করাচিতে যান হুমায়রার ভাই নাভিদ আসগর। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বোনের মৃতদেহ গ্রহণ করেন তিনি। সংবাদমাধ্যমকে জানান, পরিবারের পক্ষে এই ঘটনা ছিল অত্যন্ত শোকের, এবং তারা এখনও ধাতস্থ হতে পারেননি। তিনি আরও বলেন, তাঁদের বাবা আগেই বলেছিলেন—”যদি এমন কোনও জরুরি পরিস্থিতি হয়, তাহলে করাচিতেই দাফন করে দিও।”

হুমায়রা গত সাত বছর ধরে পরিবারের সঙ্গে বিশেষ যোগাযোগ রাখতেন না। মাঝেমধ্যে যেতেন বাড়ি। তবে ধীরে ধীরে আত্মীয়স্বজনদের থেকে দূরে সরে যান তিনি। ভাই নাভিদের কথায়, “ঘটনা জানার পর আমরা হতবাক হয়ে যাই। এরপরই প্রশ্ন ওঠে—বাড়িওয়ালার সঙ্গে কী হয়েছিল, সেটা কি কেউ খতিয়ে দেখেছে?”

হুমায়রার ফোন ব্যবহার কিংবা সোশ্যাল মিডিয়ায় কোনওরকম অ্যাকটিভিটি ছিল না গত কয়েক সপ্তাহ ধরে। সে কারণেই এত দেরিতে তাঁর মৃত্যুর খবর সামনে আসে বলে অনুমান পুলিশের।

পুলিশ জানিয়েছে, আপাতত তদন্ত চলছে এবং হুমায়রার মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts