আর বাল্কির সিরিজ ‘লাস্ট স্টোরিজ ২’ মুক্তির পর থেকেই দর্শকের মধ্যে কৌতূহল চরমে। সেই সিরিজে ‘দাদি’র চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের সিনিয়র অভিনেত্রী নীনা গুপ্ত। নামেই রয়েছে ‘লাস্ট’, যার মানে যৌন আকাঙ্ক্ষা। আর এই যৌনশিক্ষা নিয়েই একসময় নিজের অভিজ্ঞতা খোলাখুলি শেয়ার করেছিলেন নীনা (Nina Gupta)।
তিনি (Nina Gupta) জানিয়েছিলেন, ছোটবেলায় তাঁর মা কোনওদিনও তাঁকে যৌনতা নিয়ে শিক্ষা দেননি। এমনকি পিরিয়ডস বা মাসিক নিয়েও কোনও কথা বলেননি। এতটাই কড়া ছিলেন মা, যে মেয়েবন্ধুদের সঙ্গে সিনেমা দেখতেও যেতে দিতেন না তাঁকে।
নীনার (Nina Gupta) কথায়, “আমরা সেক্স নিয়ে কিছুই জানতাম না। মা কোনওদিন এসব বিষয়ে কিছু বলেননি। আগেকার দিনে বিয়ের আগে মেয়েদের প্রথম রাত সম্পর্কে একটু ধারণা দেওয়া হতো, যাতে ভয় না পায়। তবে তখন মেয়েদের বোঝানো হতো— স্বামী চাইলে সেক্স করা মেয়ের কর্তব্য। আর বিয়ের পর মেয়ের আসল কাজ হলো সন্তান জন্ম দেওয়া।”
তবে নীনা স্পষ্ট জানিয়েছেন, তিনি কোনওদিনও এই ধরনের ভাবনা মেনে চলেননি।
ব্যক্তিগত জীবনেও নীনা বারবার ছক ভেঙেছেন। ক্রিকেট কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্ক, বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়া— এসব নিয়ে অনেক কটূ কথা শুনতে হয়েছিল তাঁকে। কিন্তু তিনি একা হাতে মেয়ে মাসাবা গুপ্তাকে মানুষ করেছেন। ভিভ রিচার্ডসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই তাঁর। আজও তিনি নিজের শর্তে বাঁচেন, নিজের নিয়মে চলেন।