নব্বইয়ের দশক থেকে তাঁর গান একের পর এক মন ছুঁয়েছে বাঙালিকে (Nachiketa)। মঞ্চে উঠলেই আজও হাজার মানুষ মুগ্ধ হয়ে শোনেন। সেই প্রিয় শিল্পী নচিকেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন—খবরটা ছড়াতেই উদ্বেগ ছড়িয়েছে ভক্তদের মধ্যে। অনুরাগীরা উৎকণ্ঠায় অপেক্ষা করছেন তাঁর সুস্থতার খবরে (Nachiketa)।
সূত্রের খবর, হৃদ্যন্ত্রের সমস্যার কারণে নচিকেতাকে (Nachiketa) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। কিন্তু সোমবার রাতে আচমকা অবস্থা খারাপ হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর পরিবার বা হাসপাতাল এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে খবর প্রকাশ্যে আসতেই চারদিকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন শ্রোতারা।










