জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) বিরুদ্ধে দায়ের করা ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। এই মামলা দায়ের করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের অনির্বাণ ভট্টাচার্য।
ঘটনার সূত্রপাত হয়েছিল নচিকেতার এ(Nai\chiketa Chakraborty) কটি লাইভ শো থেকে, যেখানে তিনি ভগবান রামকে নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। শ্যামপুকুর থানায় এই অভিযোগে মামলা করা হয়।
কিন্তু আদালত তথ্যপ্রমাণের অভাবে মামলা খারিজ করে দিয়েছে। বিচারপতি অজয় কুমার গুপ্ত রায় দিয়েছেন, অভিযোগ গুরুতর হলেও তার কোনও প্রমাণ নেই। শুধুমাত্র সোশাল মিডিয়ার ক্লিপিংসের উপর ভিত্তি করে মামলা (Nachiketa Chakraborty) দায়ের করা হয়েছে, যেখানে তারিখ বা স্থানের উল্লেখ নেই। এছাড়া, গায়ককের মন্তব্যের কারণে কোনও হিংসার ঘটনা ঘটেনি, যা আদালতের কাছে গুরুত্বপূর্ণ প্রমাণ। তাই মামলাটি গ্রহণযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা যায় না।
এই রায়ে নিঃসন্দেহে স্বস্তিতে নচিকেতা চক্রবর্তী। অনুরাগীরা মনে করছেন, গায়ককে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছিল। কারও মতে, মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতও হতে পারে। তবে আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, প্রমাণ না থাকলে অভিযোগ মান্য করা যায় না।