‘সৈয়ারা’র শুটিং শেষ দিনের দৃশ্য এখন ইন্টারনেটে আবেগের ঢেউ তুলেছে (Mohit Suri)। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেল পরিচালক মহিত সুরি (Mohit Suri) চোখের জল ধরে রাখতে পারলেন না। সিনেমাটির শেষ দৃশ্যের শুটিং শেষ হওয়ার পর গোটা ইউনিট হাততালিতে ফেটে পড়ে। পরিচালক সুরিকে(Mohit Suri) জড়িয়ে ধরেন তার টিমের সদস্যরা — আর ঠিক তখনই আবেগে ভেঙে পড়েন তিনি। চোখে জল নিয়ে সহকর্মীদের সঙ্গে শেষ মুহূর্তের আনন্দ ভাগ করে নেন পরিচালক।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সিনেমাটির চিত্রগ্রাহক অশোক কীর। সেখানে দেখা যায়, নায়ক আহান পাণ্ডে এবং নায়িকা অনীত পাড্ডা, বর-কনের পোশাকে শুটিং শেষ করে একে অপরকে আলিঙ্গন করছেন । আবেগে ভরে ওঠা মুহূর্তে উজ্জ্বল হাসি ও সশ্রু নয়নে নিজেদের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রার শেষ দিনে দাঁড়িয়ে আছেন তারা(Mohit Suri)।
১৮ জুলাই, ২০২৫-এ মুক্তি পাওয়া এই সঙ্গীতনির্ভর প্রেমকাহিনি এরই মধ্যে বক্স অফিসে রেকর্ড গড়েছে (Mohit Suri)। ভারতীয় বাজারে ছবিটি মাত্র তিন দিনেই আয় করেছে প্রায় ₹১০১.৭৫ কোটি এবং আন্তর্জাতিক বাজার থেকে আরও ₹১৭.২৫ কোটি।
ছবির সফলতায় মুগ্ধ হয়ে ‘পুষ্পা’ খ্যাত প্রযোজনা সংস্থা মৈত্রী মুভি মেকার্স এক বিবৃতিতে লেখে, “অভিনন্দন আদিত্য চোপড়া, মহিত সুরি, YRF এবং গোটা টিমকে! ‘সৈয়ারা’ নামক এই আবেগের বিস্ফোরণ গোটা জাতিকে প্রেমে ফেলেছে। এমন সৎ গল্প আর সুরের জাদু বহুদিন পর দেখল ভারতীয় সিনেমা।”
এই ছবিতে গায়ক কৃষ কাপুর ও গীতিকার বাণী বত্রার প্রেম, বিরহ ও আত্মত্যাগের সফর তুলে ধরা হয়েছে। আহান পাণ্ডে ও অনীত পাড্ডার রসায়ন দেখে বলিউড তারকাদেরও প্রশংসায় ভাসাতে দেখা গেছে।
আলিয়া ভাট নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, “দু’জন নতুন জাদুকরী তারকা জন্ম নিল। আহান ও অনীতের চোখের তারা দেখে চোখে জল আসে। এমন সততা, এমন মুগ্ধতা বহুদিন পর দেখলাম। আবার আবার দেখব, নিঃসন্দেহে।”
পরিচালক মহিত সুরি ও তাঁর টিম এই সিনেমার মাধ্যমে শুধুই একটি প্রেমের গল্প বলেননি, তারা এক আবেগময় অভিজ্ঞতা তৈরি করেছেন — যা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে নিঃশব্দে।