Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • শাড়ি ছেড়ে বিকিনি! মিমি চক্রবর্তীর রূপে পাগল দর্শক! ‘রক্তবীজ টু’-র প্রথম ঝলকেই আগুন
বিনোদন

শাড়ি ছেড়ে বিকিনি! মিমি চক্রবর্তীর রূপে পাগল দর্শক! ‘রক্তবীজ টু’-র প্রথম ঝলকেই আগুন

mimi chakraborty a
Email :4

আসন্ন দুর্গাপুজোয় পর্দায় ফিরছে রহস্য, উত্তেজনা আর অ্যাকশন। মুক্তি পেতে চলেছে ‘রক্তবীজ টু’। ২০২৩ সালের দুর্গাপুজোয় প্রথম ছবি ‘রক্তবীজ’ দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ জাগিয়েছিল। সেই ছবির অন্যতম মুখ্য চরিত্র সংযুক্তা, এক সাহসী পুলিশ অফিসার হিসেবে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)। এবার ‘রক্তবীজ টু’-তে সেই সংযুক্তাই যেন হয়ে উঠলেন আরও রহস্যময়, আরও মোহময়ী।

সম্প্রতি মুক্তি পাওয়া ছবির প্রথম ঝলকে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে নীল বিকিনিতে বিকশিত মিমি (Mimi Chakraborty)। শান্ত সৈকতের প্রেক্ষাপটে তাঁর চরিত্রের এই রূপ যেন দর্শকদের চোখে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশের ইউনিফর্ম থেকে বিকিনির রূপান্তর – কীভাবে এই রূপান্তর ঘটল সংযুক্তার জীবনে? সেই উত্তর মিলবে শুধুই সিনেমার পর্দায় (Mimi Chakraborty)।

তবে সিনেমার গল্প যতই জটিল হোক, আপাতত দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দু মিমির এই বোল্ড ও বিয়ুতিক লুক (Mimi Chakraborty)। নীল বিকিনিতে তাঁর প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এক অনুরাগী মন্তব্য করেছেন, “মিমি চক্রবর্তীকে দেখে হট লাগছে। পুরুষ হৃদয়ে এমন ঝড় তুলেছেন, বক্স অফিসেও যে একই ঝড় উঠবে, তা বলাই যায়।” আর একজন রসিকতা করে লিখেছেন, “যদি পুলিশ এমন সুন্দরী হয়, চোররাই স্বেচ্ছায় ধরা দেবে!”

বাংলা সিনেমায় এই ধরনের সাহসী পোশাকে নায়িকাদের দেখার সুযোগ খুব কমই হয়। ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’ ছবিতে রাইমা সেন, পার্নো মিত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায় সমুদ্রের ধারে ছুটি কাটালেও বিকিনি পরে কেউ ক্যামেরাবন্দি হননি। তুলনায় বলিউড অনেকটাই এগিয়ে। দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’-এর বিকিনি লুক কিংবা কিয়ারা আদবানির ‘ওয়ার টু’-তে উষ্ণ অবতারে ভেসে উঠেছিল গোটা নেটদুনিয়া (Mimi Chakraborty)।

এই প্রেক্ষিতে মিমির বিকিনি লুক নিঃসন্দেহে বাংলা সিনেমার জন্য এক নতুন মোড়। বিশেষ করে তিনি প্রাক্তন সাংসদ। সাংসদ থাকাকালীন সময়ে মিমি চক্রবর্তীকে এতটা সাহসী পোশাকে দেখা যায়নি। রাজনীতি থেকে আপাতত কিছুটা দূরে সরে এসে এখন পুরোদমে সিনেমায় মন দিয়েছেন তিনি। এবং সেই মনোনিবেশ যে কতটা প্রভাব ফেলছে পর্দায়, তা প্রমাণ করে দিল ‘রক্তবীজ টু’-এর এই প্রথম ঝলক।

মিমির এই সাহসী রূপ দেখে একদিকে প্রশংসা যেমন ঝরছে, অন্যদিকে আলোচনাও শুরু হয়েছে—বাংলা সিনেমায় কি এবার সাহসী রূপায়ণ আরও জায়গা পাবে? উত্তর দেবে সময় ও দর্শকের প্রতিক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts