নতুন ইতিহাস গড়লেন শাহরুখ খান (Met Gala 2025)। মেট গালা ২০২৫-এর (Met Gala 2025) রেড কার্পেটে সম্পূর্ণ কালো রাজকীয় পোশাকে ধরা দিলেন বলিউডের বাদশা। পরনে ছিল সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা মেঝে পর্যন্ত দীর্ঘ একটি কালো কোট, কালো শার্ট, গলায় চকচকে হীরে খচিত ভারী হার, যার মধ্যে একটি পেনডেন্টে লেখা ছিল ‘K’ (Met Gala 2025)। হাতে ছিল একাধিক আংটি ও একটি স্টাইলিশ স্টিক, যা তাঁর লুককে দিয়েছে এক অনন্য ব্যতিক্রমী রূপ (Met Gala 2025)।
রবিবারই নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছিলেন কিং খান। তার পরই সব্যসাচীর টিম ঘোষণা করে, “বেঙ্গল টাইগার”-এর থিমে শাহরুখ ধরা দেবেন এক অভূতপূর্ব রূপে। সোমবার রাতে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মেট গালার মঞ্চে পা রাখলেন তিনি। লাল গালিচায় হাঁটলেন আত্মবিশ্বাসের সঙ্গে, অনুরাগীদের উদ্দেশে হাত নাড়লেন হাসিমুখে। signature পোজ দিতেও ভোলেননি তিনি।
ম্যানেজার পুজা দদলানি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শাহরুখের এই চোখধাঁধানো লুক, যা দেখে মুগ্ধ তাঁর ভক্তকুল। উল্লেখ্য, নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এর কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর আয়োজিত হয় এই ফ্যাশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট—মেট গালা। আর এবার, প্রথম ভারতীয় পুরুষ হিসেবে সেই গ্ল্যামারের মঞ্চে নিজের রাজকীয় উপস্থিতি দিয়ে নজর কাড়লেন শাহরুখ খান।