Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • Met Gala 2025: প্রথমবারের জন্য লাল কার্পেটে পা রাখবেন শাহরুখ, দিলজিৎ দোসাঞ্জের মজার ভিডিও ভাইরাল
বিনোদন

Met Gala 2025: প্রথমবারের জন্য লাল কার্পেটে পা রাখবেন শাহরুখ, দিলজিৎ দোসাঞ্জের মজার ভিডিও ভাইরাল

Email :8

সোমবার, ৫ মে থেকে নিউইয়র্কে শুরু হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট — মেট গালা ২০২৫ (Met Gala 2025)। প্রতিবছরই এই অনুষ্ঠান (Met Gala 2025) ঘিরে থাকে উন্মাদনা, আর এবার সেই উত্তেজনা দ্বিগুণ হয়ে উঠেছে ভারতীয় সেলেবদের উপস্থিতিতে। প্রথমবারের মতো মেট গালায় (Met Gala 2025) অংশ নিচ্ছেন শাহরুখ খান। এই নিয়ে (Met Gala 2025) দিলজিৎ দোসাঞ্জের একটি মজার ভিডিও পোস্ট করেছেন। যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

প্রথমবারের মতো মেট গালায় অংশ নিচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। শোনা যাচ্ছে, সব্যসাচী মুখার্জির ডিজাইন করা বিশেষ পোশাকে লাল কার্পেটে দেখা যাবে তাঁকে। শাহরুখ ছাড়াও উপস্থিত থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, ইশা আম্বানি, মোনা প্যাটেল এবং অন্তঃসত্ত্বা কিয়ারা আডবাণী, যাঁর সঙ্গে রয়েছেন স্বামী সিদ্ধার্থ মালহোত্রা।

এদিকে, অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সোমবার নিউইয়র্কের এক হোটেল রুম থেকে একটি ভিডিও পোস্ট করে তিনি তাঁর মেট গালার ইনভাইটেশন কার্ড প্রকাশ্যে আনেন। ভিডিওটির ক্যাপশনে তিনি মজার ছলে লেখেন, “সবাই বল কী পরব কাল, যাতে সবাই চমকে যায়!”

ভিডিওটিতে দিলজিৎ বলেন, “আমাকে আর কোনও ইনভাইটেশন পাঠানোর দরকার নেই, আমি মেট গালার আমন্ত্রণ পেয়েছি।” তিনি মজার ভঙ্গিতে বলেন, “রিল বানানো যাবে না, কারণ ফোন-ক্যামেরা নিয়ে ভেতরে যাওয়া মানা। একটা কার্ড, একজন মানুষ—প্রত্যেক প্লেটের হিসেব রাখা হচ্ছে!”

এই হাস্যরসাত্মক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, মুগ্ধ তাঁর ফ্যানেরা। একজন লিখেছেন, “এই প্রথম মেট গালায় একজন সর্দারজি ফ্যাশন আইকন হবেন!” আরেকজন মন্তব্য করেন, “আপনার কমেডি সেন্স দুর্দান্ত! লেখালেখিও করতে পারেন!”

মেট গালার মূল থিম, পোশাক এবং চমক নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ভারতীয় তারকাদের অংশগ্রহণে এবারের অনুষ্ঠান যে আরও বেশি রঙিন ও গ্ল্যামারাস হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts