মেসির সঙ্গে ছবি পোস্ট করার পর সামাজিক মাধ্যমে ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ঘটনায় স্ত্রীর পাশে দাঁড়িয়ে রবিবারই সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানান পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সোমবার তিনি টিটাগড় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। রাজের অভিযোগ, শুভশ্রীকে উদ্দেশ করে কুরুচিকর ও ব্যক্তিগত আক্রমণমূলক মন্তব্য করা হয়েছে। তাই তিনি আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।
এই অভিযোগকে ঘিরে এবার নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং রাজের অভিযোগের তীব্র বিরোধিতা করেন। তাঁর দাবি, রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ইচ্ছাকৃত ভাবে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন পুলিশের উপর প্রভাব খাটানোর জন্য। অর্জুনের বক্তব্য, যে ঘটনার সূত্রপাত যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেখানে না গিয়ে কেন (Raj Chakraborty) রাজ নিজের বাসস্থানের কাছাকাছি থানায় অভিযোগ জানালেন, সেই প্রশ্ন উঠছে। তিনি আরও বলেন, অভিযোগে যাঁর নাম রয়েছে, তাঁকে গ্রেফতার করা হলে বিজেপি তাঁর পাশে থাকবে।
প্রসঙ্গত, শনিবার কলকাতায় মেসিকে দেখতে গিয়ে যুবভারতী স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। বহু দর্শক মেসির দেখা না পেয়ে ক্ষুব্ধ হন। ঠিক সেই সময়েই শুভশ্রী নিজের সামাজিক মাধ্যমে মেসির সঙ্গে তোলা ছবি পোস্ট করেন। এরপরই তাঁর পোস্টের নীচে একের পর এক কটাক্ষমূলক মন্তব্য আসতে শুরু করে। কিছু মন্তব্যে শুভশ্রীর শারীরিক গঠন নিয়েও কুরুচিকর ভাষা ব্যবহার করা হয়। এই ঘটনার প্রতিবাদে রবিবার রাজ চক্রবর্তী প্রশ্ন তোলেন, শুভশ্রীর জায়গায় যদি কোনও বলিউড অভিনেত্রী থাকতেন, তবে কি তাঁকেও একই ভাবে ট্রোলের শিকার হতে হত? তিনি উদাহরণ দেন, একই দিনে মুম্বইয়ে করিনা কাপুর তাঁর সন্তানদের নিয়ে মেসির সঙ্গে দেখা করেছিলেন।
এই প্রসঙ্গে অর্জুন সিং আরও এক ধাপ এগিয়ে শুভশ্রীর বিরুদ্ধেই অভিযোগ জানানোর দাবি তোলেন। তাঁর বক্তব্য, মেসির সঙ্গে ছবি তোলা মানে আসলে মেসির ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করে নিজেকে প্রচার করা। সেখান থেকে অর্থনৈতিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্জুন বলেন, অভিনেত্রীরা এমন ছবি পোস্ট করলে তাঁদের বাজারদর বাড়ে। তাহলে সেই বিষয়টি নিয়েও তদন্ত হওয়া উচিত। তিনি সারদা মামলার উদাহরণ টেনে বলেন, এক সময় সুদীপ্ত সেনের সঙ্গে ছবি থাকার কারণে মদন মিত্রকে জেলে যেতে হয়েছিল। তাহলে এই ক্ষেত্রেও প্রশ্ন উঠছে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না।
অন্যদিকে রাজ চক্রবর্তীর বক্তব্য, শুভশ্রীর বিরুদ্ধে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, তা নিছক ট্রোল নয়, সম্পূর্ণ ব্যক্তিগত এবং রাজনৈতিকভাবে প্রভাবিত। এই ধরনের মন্তব্য কোনও ভাবেই গ্রহণযোগ্য নয় বলেই তিনি থানার দ্বারস্থ হয়েছেন।









