Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • সন্তানের খবর নয়, ব্যাগের ব্যবসা! অন্তঃসত্ত্বা ভেবে যাঁরা শুভেচ্ছা জানিয়েছিলেন, তাঁরা এখন চরম ক্ষুব্ধ!
বিনোদন

সন্তানের খবর নয়, ব্যাগের ব্যবসা! অন্তঃসত্ত্বা ভেবে যাঁরা শুভেচ্ছা জানিয়েছিলেন, তাঁরা এখন চরম ক্ষুব্ধ!

madhubani
Email :8

বুধবার রাতেই সোশ্যাল মিডিয়ায় বিস্ময় ছড়িয়েছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। স্বামী রাজা গোস্বামীর সঙ্গে একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে তাঁর স্ফীত উদরের দিকে ইঙ্গিত করে লিখেছিলেন, “আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। জীবন হঠাৎই উপহার দিয়েছে এক চমকপ্রদ সারপ্রাইজ। বৃহস্পতিবার আমরা একটি বড় ঘোষণা করব।” এমন আবেগঘন পোস্ট দেখে স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলেন নেটিজেনরা—মধুবনী (Madhubani Goswami) দ্বিতীয়বার মা হতে চলেছেন।

সেই অনুমানের রেশ ধরেই পোস্টটির কমেন্টবক্স ভরে ওঠে শুভেচ্ছা বার্তায়। কেউ লেখেন, “অভিনন্দন মা-বাবা”, তো কেউ বলেন, “কেশব এবার দাদা হবে!” (Madhubani Goswami) শুভেচ্ছার জোয়ারে তখন ভেসে যাচ্ছিল গোটা পোস্ট।

কিন্তু বৃহস্পতিবার ঘোষণার পরেই পাল্টে যায় চিত্র। সন্তান সম্ভাবনার বদলে জানা যায়, মধুবনী (Madhubani Goswami) ও রাজা আসলে একটি হ্যান্ডব্যাগ ব্র্যান্ড লঞ্চ করেছেন। তাঁদের নামে নামাঙ্কিত নতুন ব্যবসা নিয়ে একটি ভিডিওর মাধ্যমে সুখবর জানান তাঁরা।

এই ঘোষণার সঙ্গে সঙ্গেই রেগে আগুন হয়ে ওঠে নেটপাড়া। অনেকে অভিযোগ তোলেন, গর্ভাবস্থার আবহ তৈরি করে ব্যবসার প্রচার করা এক ধরনের প্রতারণা (Madhubani Goswami)। কেউ কেউ প্রশ্ন করেন, “ব্যাগের লঞ্চের সঙ্গে বেবি বাম্প দেখানোর কী সম্পর্ক?” আবার অনেকে সরাসরি আক্রমণ করে লেখেন, “নিজের লাভের জন্য মায়ের অনুভূতিকে হাস্যকর করলেন।” কারও মন্তব্য, “যাঁরা সন্তান ধারণে অক্ষম বা যাঁদের দীর্ঘদিনের অপেক্ষা এখনও সফল হয়নি, তাঁদের প্রতি কি এতটুকু সংবেদনশীলতা নেই?”

এর আগেও ট্রোলের মুখে পড়েছিলেন মধুবনী(Madhubani Goswami) —শাঁখা-পলা পরে ফ্যাশন ট্রেন্ডের কথা বলায় কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে। এবার ব্যাগের ব্যবসার প্রচারে এমন ‘স্টান্ট’ দেখিয়ে নতুন বিতর্কে নাম লেখালেন অভিনেত্রী।

প্রসঙ্গত, দীর্ঘদিন পর ফের স্টার জলসার ধারাবাহিক ‘চিরসখা’-র মাধ্যমে ছোটপর্দায় ফিরেছেন মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। সেখানে কমলিনীর পক্ষের উকিল হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। পাশাপাশি তিনি নিজের বিউটি পার্লারও পরিচালনা করেন। তবে এবার নতুন ইনিংস শুরু করলেন ব্যাগের ব্যবসায়। তবে যে পদ্ধতিতে সেই ঘোষণাটা করলেন, তাতেই চটে গিয়েছেন অনুরাগীদের একাংশ।

নিন্দা-সমালোচনার মাঝেও কেউ কেউ অবশ্য নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তবে অনেকের মনে প্রশ্ন, এই ধরণের প্রচার কি আদৌ প্রাসঙ্গিক, নাকি জনপ্রিয়তা ধরে রাখার মরিয়া চেষ্টা?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts