২০১৪ সালে ফগলি ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন কিয়ারা আডবানি (Kiyara Advani)। বলিউডে তিনি কিয়ারা নামে পরিচিত হলেও আসল নাম তার আলিয়া আডবানি। তবে নাম পরিবর্তনের পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। অভিনেত্রী নিজেই বলেছেন, দর্শক যেন তাঁকে আলিয়া ভাটের সঙ্গে গুলিয়ে না ফেলে, তাই তিনি নাম বদলে কিয়ারা আডবানি (Kiyara Advani)রাখেন।
কিয়ারা নিজেই জানিয়েছেন, প্রিয়াঙ্কা চোপড়ার আঞ্জানা আঞ্জানি ছবিটি দেখে তিনি এই নামের প্রতি আকৃষ্ট হন। ছবিতে প্রিয়াঙ্কার চরিত্রের নাম ছিল কিয়ারা। তবে প্রাথমিকভাবে নামটি পছন্দ হলেও এটি নিজের জন্য নয়; তিনি ঠিক করেছিলেন, ভবিষ্যতে যদি কন্যাসন্তান হয়, তার নাম রাখবেন কিয়ারা। পরে বলিউডে পা রাখার সময় আলিয়া ভাটের পরিচিতি বৃদ্ধির কারণে তিনি নিজেকে আলিয়া থেকে কিয়ারা আডবানি (Kiyara Advani) হিসেবে পরিচয় করান।
সাম্প্রতিক খবর হলো, ১৫ জুলাই কিয়ারা কন্যাসন্তান হয়েছেন। অভিনেতা-স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তারা নতুন জীবনের এই আনন্দ উপভোগ করছেন। যদিও কিয়ারা এখনও সন্তানকে নিয়ে ছবি বা কোনও তথ্য প্রকাশ করেননি, তবে একান্তে তিনি মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন, তা স্পষ্ট।