Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ৬০ বছরেও হিরো, কিন্তু এবার ছন্দপতন! মাসলে চোটে ভুগছেন SRK, বন্ধ ‘কিং’ ছবির সব শুট!
বিনোদন

৬০ বছরেও হিরো, কিন্তু এবার ছন্দপতন! মাসলে চোটে ভুগছেন SRK, বন্ধ ‘কিং’ ছবির সব শুট!

shah rukh khan
Email :19

৬০ পেরিয়েও এখনও বলিউডের ‘বাজিগর’ (King Khan)। রোম্যান্স থেকে অ্যাকশন— সবেতেই সমান পারদর্শী শাহরুখ খান (King Khan)। গত কয়েক বছর ধরে তাঁর পরপর ব্লকবাস্টার ছবিতে বক্স অফিসে সাফল্যের রেকর্ড গড়েছে। এবার তাঁর আসন্ন সিনেমা ‘কিং’-এর দিকে তাকিয়ে গোটা দেশ। কিন্তু, এই ছবির শুটিং চলাকালীন আচমকাই ঘটে গেল বড়সড় বিপত্তি।

১৯ জুলাই, মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োতে ‘কিং’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন মাসলে চোট পান শাহরুখ খান (King Khan)। যদিও চোট গুরুতর নয়, তবে চিকিৎসকদের মতে, এটির সঠিক চিকিৎসার জন্য এক মাসের পূর্ণ বিশ্রাম অত্যন্ত জরুরি।

চোট পাওয়ার পরই তড়িঘড়ি বিদেশে নিয়ে যাওয়া হয় কিং খানের (King Khan) চিকিৎসার জন্য। সূত্রের খবর, সেখানে তাঁর একটি ছোট অস্ত্রোপচারও হতে পারে। আপাতত তিনি পরিবারের সঙ্গে রয়েছেন সম্পূর্ণ বিশ্রামে, চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে। চিকিৎসকদের কড়া নির্দেশ— আগস্ট মাস পর্যন্ত কোনও শুটিং নয়।

ফলে আপাতত স্থগিত রাখা হয়েছে ‘কিং’ সিনেমার শুটিং। ছবির যেসব অংশ জুলাই-আগস্ট মাসে ফিল্ম সিটি, গোল্ডেন টোবাকো স্টুডিয়ো ও YRF স্টুডিওতে হওয়ার কথা ছিল, তা পিছিয়ে দেওয়া হয়েছে। পরিকল্পনা চলছে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরে ফের শুটিং শুরু করার।

‘কিং’ ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো হিট ছবির নির্মাতা। এই ছবিতে একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ ও তাঁর কন্যা সুহানা খানকে— যাঁর জন্য এই ছবিটি আরও বিশেষ হয়ে উঠেছে। জানা যাচ্ছে, ২০২৬ সালে ছবিটি মুক্তি পাবে প্যান-ইন্ডিয়া স্কেলে।

তবে এই অঘটন ‘কিং’-এর মুক্তির তারিখে কোনও প্রভাব ফেলবে কি না, তা নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। অনুরাগীরা শাহরুখ খানের দ্রুত আরোগ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় বারবার শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts