Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • দেড় মাসেই কন্যাসন্তানের মুখ দেখালেন সিদ্ধার্থ-কিয়ারা? আসল সত্যি জানলে চমকে যাবেন!
বিনোদন

দেড় মাসেই কন্যাসন্তানের মুখ দেখালেন সিদ্ধার্থ-কিয়ারা? আসল সত্যি জানলে চমকে যাবেন!

kaira and her daughter
Email :1

সোমবার সকাল থেকে নেটপাড়ায় তুমুল শোরগোল! সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর (Kiara Advani) দেড় মাস বয়সি কন্যাসন্তানের ছবি নাকি ফাঁস হয়ে গেল? ভাইরাল হওয়া ছবিতে একরত্তি শিশুকে কখনও বাবার কোলে সাদাকালো ফ্রেমে দেখা যাচ্ছে, আবার আরেক ফ্রেমে পুরো মালহোত্রা পরিবার একসঙ্গে ধরা দিয়েছে (Kiara Advani)। অনেকেই ভেবেছিলেন, তাহলে কি সত্যিই জন্মের এত তাড়াতাড়ি মেয়ের মুখ দেখালেন তারকা দম্পতি? ছবিগুলো দেখার পর কৌতূহল চরমে উঠেছিল।

তবে আসল সত্যি প্রকাশ্যে আসতেই ভেঙে গেল ভক্তদের স্বপ্ন। জানা গেল, এই ছবিগুলি একেবারেই বাস্তব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে সেগুলো (Kiara Advani)। অর্থাৎ তারকা দম্পতি এখনও পর্যন্ত কন্যাসন্তানের মুখ প্রকাশ করেননি।

সেলেবকিডদের নিয়ে দর্শকদের কৌতূহল নতুন কিছু নয়। তৈমুর আলি খান, জেহ, রাহা কাপুর বা ভামিকা কোহলি—সকলেই জন্মের আগে থেকেই প্রচারের আলোয় থেকেছে। কিন্তু তারকাদের অনেকেই চান না তাঁদের সন্তানের ছবি প্রকাশ্যে আসুক। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা প্রথম এই ‘নো ফটো পলিসি’ শুরু করেছিলেন ভামিকার জন্মের পর থেকেই। তাঁদের পথ অনুসরণ করেছেন রণবীর-দীপিকা, রণবীর-আলিয়া এবং এখন সিদ্ধার্থ-কিয়ারাও।

মেয়ের জন্মের পরেই কিয়ারা ও সিদ্ধার্থ পাপারাজ্জিদের মিষ্টি পাঠিয়ে লিখেছিলেন (Kiara Advani)—“আমাদের কন্যাসন্তান এসেছে। আমরা চাই এই মুহূর্তটা আমাদের পরিবারের কাছে বিশেষ হয়ে থাকুক। তাই অনুরোধ, কোনও ছবি তুলবেন না, শুধু আশীর্বাদ করুন।” একইভাবে রণবীর-দীপিকাও মেয়ে দুয়ার জন্মের পর অনুরূপ আবেদন করেছিলেন।

তাই বলা যায়, নেটদুনিয়ায় যে ছবিগুলি ভাইরাল হয়েছে, সেগুলি আদতে প্রযুক্তির খেলা ছাড়া আর কিছুই নয়। আর ভক্তদের কৌতূহল মেটাতে হলে, এখনই নয়, আরও কিছুটা অপেক্ষা করতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts